Social Icons

Tuesday, November 15, 2016

জার্মানিতে ২০০ মসজিদ-বাড়ি-অফিসে অভিযান

জার্মানিতে একটি ইসলামপন্থী গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট দুই শতাধিক ফ্ল্যাট বাড়ি ও অফিস এবং দুটি মসজিদে অভিযান চালিয়েছে দেশটির পুলিশ।

এই গোষ্ঠীটি ইসলামিক স্টেট-আইএস জঙ্গিদের জন্য যোদ্ধা সংগ্রহের চেষ্টা করছিল বলে দাবি করেছে পুলিশ। খবর বিবিসি বাংলার।

'ট্রু রিলিজিয়ন' (ডিডব্লিউআর) বা 'সত্য ধর্ম' নামের এই গোষ্ঠীটি নিষিদ্ধ করা হয়েছে। তারা বহু তরুণকে উগ্রপন্থায় দীক্ষিত করার কাজ করছিল বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সন্দেহ করছে।

মঙ্গলবার স্থানীয় সময় ভোর বেলা জার্মানিজুড়ে এ অভিযান চালানো হয়। মূল অভিযান চালানো হয় ব্যাডেন -ওয়ার্টেনবার্গ, হামবুর্গ, এবং নর্থ রাইন ওয়েস্টফ্যালিয়ায়।

এক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী টমাস ডি মাইৎসিয়ের বলেন, এই গ্রুপটি ইসলাম প্রচারের নামে জিহাদি ইসলামপন্থীদের জড়ো করছিল এবং প্রায় ১৪০ জন তরুণকে উগ্রপন্থায় দীক্ষিত করেছিল। এসব তরুণ ইরাক ও সিরিয়ায় গেছে।

তিনি আরও বলেন, তারা ধর্ম পালনে বাধা দেয়ার জন্য নয়, বরং এর অপব্যবহার রোধ করার জন্যই সংগঠনটি নিষিদ্ধ করেছেন।

অবশ্য মন্ত্রণালয় স্বীকার করেছে, এই গোষ্ঠীটি নিজেই কোনো হামলা চালানোর পরিকল্পনা করছে এমন কোনো আভাস তারা পাননি।

ধারণা করা হয়, এখন পর্যন্ত প্রায় ৯০০ লোক জার্মানি হয়ে সিরিয়া এবং ইরাকে আইএসে যোগ দিয়েছে। তাদের কেউ কেউ যাওয়ার আগে ওই সংগঠনটির সঙ্গে যোগাযোগও করেছে।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates