Thursday, November 10, 2016
ব্রাজিলের রোনালদোর মতে ব্যালন ডি’অর উঠবে রোনালদোর হাতেই
ব্রাজিলের সাবেক ফুটবলার কিংবদন্তি রোনালদোর কাছ থেকে বড় মাপের সার্টিফিকেট পেলেন পর্তুগাল সুপারস্টার ক্রিস্তিয়ানো রোনালদো। রোনালদোর মতে, এবার ব্যালন ডি’অর উঠতে যাচ্ছে সিআরসেভেনের হাতেই। রোনালদোর সঙ্গে সুর মেলালেন আরেক রিয়াল কিংবদন্তি লুই ফিগো। এক রেডিও সাক্ষাৎকারে ব্রাজিলিয়ান রোনালদো বলছেন, "আমার পক্ষে মেসি-রোনালদোর মধ্যে যেকোনো একজনকে বেছে নেওয়া খুবই কঠিন। কোনো একজনের নাম বললে সেটা ভুল হবে। কিন্তু এ বছর রোনালদোর ট্রফির সংখ্যা দেখে মনে হচ্ছে ব্যালন ডি’অরটা মেসির থেকে বেশি ওরই প্রাপ্য।" এদিকে সাবেক পর্তুগিজ সুপারস্টার লুই ফিগো বলে দিয়েছেন তার সাবেক সতীর্থের ব্যালন ডি’অর পাওয়া নিশ্চিত। ফিগো সোজাসুজি বলছেন, "ক্রিস্তিয়ানোই এবার ব্যালন ডি’অর পাবে। এটাই স্বাভাবিক। এতে কোনো সন্দেহ নেই।" অন্যদিকে রোনালদো-ফিগো দুজনই সিআরসেভেনের সাম্প্রতিক ফর্ম খারাপ মানতে নারাজ। তাদের বক্তব্য রোনালদো প্রতি ম্যাচে গোল না-পেলেই সকলে 'অফফর্ম' বলেন। এটা ঠিক নয়। প্রতি ম্যাচেই একজন ফুটবলার গোলবন্যা বইয়ে দেবে এই ধারণা সঠিক নয়।
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment