Social Icons

Monday, November 21, 2016

না ফেরার দেশে চলে গেলেন গ্রিসের সাবেক প্রেসিডেন্ট স্টিফেনোপুলোস

গ্রিসের সাবেক প্রেসিডেন্ট কোস্টিস স্টিফেনোপুলোস রবিবার রাতে এখানে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯০ বছর।
 
তিনি ১৯৯৫ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত গ্রিসের প্রেসিডেন্ট ছিলেন। স্টিফেনোপুলোস ১৯২৬ সালে গ্রিসের দক্ষিণ পশ্চিমাঞ্চলের পাট্রাসে জন্ম গ্রহণ করেন। তিনি পেশায় একজন আইনজীবী ছিলেন। ১৯৯৫ সালে প্রেসিডেন্ট হওয়ার আগ পর্যন্ত ১৯৭৪ সালে থেকে ১৯৮১ সাল পর্যন্ত ডানপন্থী সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পান করেন।
 
১৯৮১ ও ১৯৮৫ সালে রক্ষণশীল নিউ ডেমোক্রেসি পার্টি (এনডি)’র প্রার্থী হিসেবে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার চেষ্টা করেন। অবশেষে ১৯৯৫ সালে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন। তিনি এনডি পার্টির সাবেক নেতা কন্সট্যান্টিন কারামানলিসের উত্তরসূরী হিসেবে নির্বাচিত হন।
 
স্টিফেনোপুলোস ২০০০ সালে আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদ শেষ হওয়ার পর ২০০৫ সালে তিনি রাজনীতি থেকে অবসর গ্রহণ করেন। এএফপি।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates