যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন হলিউডের খ্যাতিমান অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। লিওনার্দো ডি ক্যাপ্রিও’র ফাউন্ডেশনের প্রধান নির্বাহী টেরি টামিনেন বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর ) এক বিবৃতিতে বলেন, তিনি ও ক্যাপ্রি টেকসই অবকাঠামোয় বিনিয়োগের মাধ্যমে অর্থনীতি আরো শক্তিশালী করার পরিকল্পনা নিয়ে নবনির্বাচিত প্রেসিডেন্ট, তার মেয়ে ইভাঙ্কা ও অন্যান্য সহযোগীদের সঙ্গে আলোচনা করেন।
তিনি বলেন, আমাদের আলোচনায় নির্মল ও নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন খাতে কিভাবে লাখ লাখ আমেরিকানের কর্মসংস্থান সৃষ্টি করা যায় তা গুরুত্ব পায়।
ডি ক্যাপ্রিও দীর্ঘদিন ধরে পরিবেশ নিয়ে কাজ করছেন এবং গত নির্বাচনে ডেমোক্রেটিক দলের হিলারি ক্লিনটনের সমর্থক ছিলেন। তিনি সম্প্রতি জলবায়ু পরিবর্তন নিয়ে প্রামাণ্য চিত্র ‘বন্যার আগে’ তৈরি করেন।
নিউইয়র্কের ট্রাম্প টাওয়ারে নবনির্বাচিত প্রেসিডেন্টের সঙ্গে দেড়ঘন্টার বৈঠক তাকে এ প্রামাণ্যচিত্র উপহার দেন ডি ক্যাপ্রিও। এর আগে ট্রাম্পের মেয়ে ইভানকোকেও এর একটি কপি উপহার দিয়েছেলেন।
Friday, December 9, 2016
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment