Social Icons

Friday, March 31, 2017

ভেনিজুয়েলায় মাদুরোর অভিনব ‘ক্যু’


ভেনিজুয়েলার বামপন্থী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর শাসনে দেশটি একনায়কতন্ত্রের দিকে আরও দৃঢ়ভাবে এগিয়ে যাওয়ার পদক্ষেপ নিল। বুধবার গভীর রাতে তার অনুগত সুপ্রিমকোর্ট জাতীয় সংসদের ক্ষমতা কেড়ে নিয়ে নিজেই আইন প্রণয়নের মালিক হয়ে গেছে। খবর নিউইয়র্ক টাইমস ও এপির।

সুপ্রিমকোর্টের এই রায়ের ফলে দেশটির নির্বাচিত সংসদ কার্যত ভেঙে দেয়া হল। এই সংসদে সংখ্যাগরিষ্ঠতা ছিল মাদুরো বিরোধীদের। সমালোচক এবং ওই অঞ্চলের নেতারা বলছেন, ভেনিজুয়েলার গণতন্ত্রের কফিনে শেষ পেরেকটিও মারা হ। এটাকে কর্তৃত্ববাদী শাসন না বলে সরাসরি একনায়কতন্ত্রই বলছেন তারা। অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটসের (ওএএস) প্রধান লুইস আলমাগরো এটাকে স্ব-আরোপিত অভ্যুত্থান বলে মন্তব্য করেছেন এবং বলেছেন, ‘আমরা যেটা আশংকা করেছিলাম শেষ পর্যন্ত তাই ঘটল।’ তার সংস্থাটি এ অঞ্চলের মধ্যে কূটনৈতিক পন্থায় বিরোধ নিষ্পত্তিতে চেষ্টা করে।

ভেনিজুয়েলাও এর সদস্য। দেশটি সংস্থার গণতান্ত্রিক সনদ লংঘন করেছে বলে অভিযোগ ওঠার পর তা তদন্ত করে দেখছে ওএএস। সাম্প্রতিক মাসগুলোতে মাদুরো তার ক্ষমতা আরও সংহত করেছেন। বহু রাজনীতিককে বিচার ছাড়াই বন্দি করে রাখা হয়েছে। প্রতিবাদকে নির্মমভাবে দমন করা হয়েছে। বাতিল করা হয়েছে স্থানীয় নির্বাচন। মাদুরোর ক্রমবর্ধমান ক্ষমতার লাগাম টানার শেষ প্রতিষ্ঠান ছিল জাতীয় সংসদ। এখন আর সেই বাধাও রইল না।

রায়ে আদালত বলেছে, ‘আইনপ্রণেতারা ঘৃণ্য পরিস্থিতি সৃষ্টি করেছেন। এটা যত দিন চলতে থাকবে তত দিন সংসদের ক্ষমতা সরাসরি বিচারপতিরাই প্রয়োগ করবেন অথবা তাদের নিয়োগ করা কোনো সংস্থা এটা করবে। সংসদের হাতে এই ক্ষমতা আদৌ ফিরিয়ে দেয়া হবে কিনা সে বিষয়ে কিছু বলেননি সুপ্রিমকোর্ট।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates