ধর্ষণের ঘটনায় বিশ্বে এক নম্বরে অবস্থান করছে মার্কিন যুক্তরাষ্ট্র । তালিকার দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ ভারতের অবস্থান তালিকার চারে । দশটির মধ্যে চারটিই পশ্চিমা বিশ্বের উন্নত দেশ । ২০১৬ ধর্ষণ অপরাধের শীর্ষ থাকা ১০টি দেশের নাম প্রকাশ করেছে ওয়ান্ডারলিস্ট নামে একটি সংবাদমাধ্যম ।
প্রকাশিত খবরে ধর্ষণে শীর্ষ ১০ দেশের মধ্যে আমেরিকার নাম রয়েছে এক নম্বরে । বিশ্বের উন্নত রাষ্ট্রগুলো ধর্ষণের মতো বর্বর ঘটনায় সোচ্চার হলেও দেখা যাচ্ছে অপরাধের শীর্ষে রয়েছে সেই সব উন্নত রাষ্ট্রই । আগের বছর তালিকার শীর্ষে থাকা দক্ষিণ আফ্রিকা দুইয়ে নেমেছে । ভারতের আগে তিন নম্বরে রয়েছে ইউরোপের দেশ সুইডেন ।
বেষণা বলছে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি তিনজন নারীর একজন পুরো জীবনে একবার হলেও ধর্ষণের শিকার হন । গড়ে যুক্তরাষ্ট্রে ৯১ শতাংশ নারী ধর্ষণের শিকার হন । সেখানে প্রতি ছয়জন নারীর মধ্যে পাঁচজন ধর্ষণের শিকার অথবা ধর্ষণ চেষ্টার শিকার হন । আর ভারতে প্রতি ২২ মিনিটে একজন নারী কোনো না কোনোভাবে নির্যাতনের শিকার হন । ধর্ষকদের ৯ শতাংশই ধর্ষিতার নিকটাত্মীয় বা পড়শি ।
ধর্ষণ অপরাধের শীর্ষে থাকা দেশগুলো হলো
১. আমেরিকা,
২. দক্ষিণ আফ্রিকা,
৩. সুইডেন,
৪. ভারত,
৫. যুক্তরাজ্য,
৬. জার্মানি,
৭. ফ্রান্স,
৮. কানাডা,
৯. শ্রীলঙ্কা এবং
১০. ইথিওপিয়া ১০ নম্বর অবস্থানে ।
No comments:
Post a Comment