Social Icons

Friday, March 31, 2017

মানুষের ৬টি অভ্যাস জীবনে অভাব-অনটন ডেকে আনে

জীবনে সুখের জন্য টাকাপয়সার প্রয়োজনীয়তা অস্বীকার করা যায় না । কিন্তু সকলের অর্থভাগ্য সমান হয় না । কোনও কোনও মানুষ পরিশ্রম ও নিষ্ঠা সত্বেও কোনও দিনই আর্থিক স্বচ্ছলতা অর্জন করতে পারেন না । বাস্তুশাস্ত্র বলে, আমাদের কিছু কিছু অভ্যেসই আমাদের চারপাশে নেতিবাচক শক্তির এমন একটি বলয় গড়ে তোলে যে, আমাদের জীবনে অর্থাগমের পথ প্রশস্ত হয় না । এই অভ্যেসগুলি থেকে মুক্তি পেলেই আর্থিক দুর্দশারও অনেকখানি অবসান ঘটে বলে মনে করে বাস্তুশাস্ত্র । কোন কোন অভ্যেস অর্থভাগ্যের পক্ষে ক্ষতিকর ? আসু‌ন, জেনে নেওয়া যাক—
১. টিফিন বক্সে মিষ্টি নিয়ে ঘোরাঃ অনেকে আছেন, মিষ্টি ছাড়া যাঁদের খাওয়া সম্পূর্ণই হয় না । এঁরা বাইরে টিফিন নিয়ে গেলে, টিফিন কেরিয়ারে করে অবশ্যই মিষ্টি বয়ে নিয়ে যান । বাস্তুর মতে, মিষ্টি নেতিবাচক শক্তিকে আকর্ষণ করে । এতে অর্থাগমের পথে বাধা সৃষ্টি হয় । কাজেই সঙ্গে মিষ্টি নিয়ে ঘোরা, খুব বুদ্ধিমানের কাজ নয় ।
২. রাত্রিবেলা সুগন্ধী দ্রব্য মাখাঃ অনেকে রয়েছেন, যাঁরা রাত্রে শুতে যাওয়ার আগে সেন্ট বা ডিও-র মতো সুগন্ধী মেখে শোন । এতে অশুভ শক্তি উজ্জীবিত হয় বলেই মনে করে বাস্তু । পরিণামে আর্থিক দুর্গতি বৃদ্ধি পায় ।
৩. নোংরা পোশাক পরাঃ একই পোশাক অনেক দিন না-কেচে পরা যাঁদের অভ্যেস, তাঁরা সাবধান । বাস্তু বলছে, অপরিচ্ছন্ন পোশাক পরার ফলে নেতিবাচক শক্তির অধীনে চলে যাওয়ার সম্ভাবনা থাকে । ফলে টাকাপয়সার দিক থেকেও দুর্ভাগ্যের সম্মুখীন হতে হয় ।
৪. ঘরে মাকড়শার জাল পরিষ্কার না করাঃ ঘরে মাকড়শার জল জমে ওঠা, বাস্তমতে, অত্যন্ত অশুভ । এতে বাসস্থানের চার দিকে নেতিবাচক শক্তির বসতি গড়ে ওঠে । গৃহজীবনের সামগ্রিক অবনতি ঘটে এতে ।
৫. বড় নখ রাখাঃ বড় নখ রাখার অভ্যেস রয়েছে যাঁদের, তাঁরা সাবধান হন । বাস্তু বলছে, বড় নখের ফলে নেতিবাচক শক্তি উজ্জীবিত হয়, এর প্রভাবে শরীর-স্বাস্থ্যের যেমন অবনতি হয়, তেমনই অর্থাগমের পথেও বাধা সৃষ্টি হয় ।
৬. খোলা চুলে ঘুরে বেড়ানোঃ বাস্তু মতে, যাঁরা লম্বা চুল রাখেন, এবং চুল না বেঁধেই রাস্তাঘাটে বেরনো যাঁদের অভ্যেস, তাঁদের উপর অশুভ শক্তি ক্রিয়াশীল হয় । এঁদের অর্থভাগ্যে কোনও দিন উন্নতি হয় না ।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates