মেক্সিকোর পশ্চিমাঞ্চলের একটি খাদে বুধবার অন্তত ১০টি লাশ পাওয়া গেছে। দেশটির কর্তৃপক্ষ একথা জানিয়েছে।
দেশটির কোলিমার গভর্নর জোস ইগনাসিও পেরালতা বলেন, জালিস্কো ও কোলিমা রাজ্যের সীমান্তবর্তী স্থানে কুয়েসেরিয়া শহরের কাছে গভীর একটি খাদের নিচে লাশগুলো পাওয়া গেছে।
এ ঘটনায় তিনি সাংবাদিকদের বলেন, ‘কয়েকটি লাশ ইতোমধ্যেই পচে গেছে। কোন কোনটি কঙ্কালে পরিণত হয়েছে।’
গভর্নর আরো বলেন, ‘এ ব্যাপারে একটি তদন্ত চলছে। এ পর্যন্ত আমরা ১০টি লাশ পেয়েছি এবং এটিই সর্বশেষ খবর।’
তবে ধারণা করা হচ্ছে লাশগুলো মাদক চোরাচালানকারী গোষ্ঠী সদস্যদের। ওই এলাকায় প্রতিদ্বন্দ্বী মাদক চক্রগুলোর মধ্যে প্রায়ই খুনের ঘটনা ঘটে। এএফপি।
No comments:
Post a Comment