চীনের বিভিন্ন আদালতে গত বছর প্রায় ১৪ লাখ দম্পতির ডিভোর্স মামলার শুনানি হয়েছে। সুপ্রিম পিপলস কোর্টের (এসপিসি) সিনিয়র কর্মকর্তা দু ওয়ানহুয়া রবিবার এক সম্মেলনে বলেন, এসব আবেদন ছাড়াও ২০১৬ সালে বেসামরিক বিষয়ক কার্যালয়ের মাধ্যমে ৩৪ লাখ ৬০ হাজার দম্পতি ডিভোর্স নেন ।
দু আরো বলেন, পারিবারিক বিরোধ ভালভাবে মীমাংসা করে দেয়ার জন্য আদালত কর্মকর্তাদের সমাজবিজ্ঞান ও মনোবিজ্ঞান পড়া প্রয়োজন। বেসামরিক মন্ত্রণালয় জানায়, ২০১৫ সালে মোট ৩১ লাখ ৫০ হাজার দম্পতি বেসামরিক অফিসে ডিভোর্স দেন। ২০১৪ সালে এ সংখ্যা ছিল ২৯ লাখ ৬০ হাজার। এএফপি।
No comments:
Post a Comment