মৌলভীবাজারের নাসিরপুরে জঙ্গি আস্তানায় আত্মঘাতী বিস্ফোরণে কমপক্ষে ৭-৮ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম অপারেশন হিটব্যাক নিয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
মনিরুল ইসলাম বলেন, ভেতরে থাকা জঙ্গিদের মৃতদেহ বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে গেছে। মৃতদেহ ছিন্নভিন্ন হয়ে যাওয়ায় ঠিক কত জঙ্গি ভেতরে ছিল সেটা নিশ্চিতভাবে না বলা গেলেও ৭ থেকে ৮ জন ছিল বলে ধারণা করা হচ্ছে।
মনিরুল ব্রিফিং এ বলেন বুধবার বিকেলে সোয়াটের অভিযানের আগে মাইকের সাহায্যে আত্মসমর্পণের জন্য বারবার অনুরোধ জানায়। আশেপাশের মানুষ শুনেছেন। তারা ওই সময়টাতেই প্রচণ্ড বিস্ফোরন শুরু হয়। সর্বমোট ১২টি বিস্ফোরণ হয় বলে জানিয়েছেন তিনি।
সিটি প্রধান বলেন, নিহত ব্যক্তিরা নব্য জেএমবির সদস্য। এর আগে গত মঙ্গলবার মৌলভীবাজারে পৃথক দুটি স্থানে দুটি বাড়ি জঙ্গি আস্তানা হিসেবে শনাক্ত করে পুলিশ। রাতের বিরতি ও ভোরের বৈরী আবহাওয়ার কারণে নাসিরপুরে জঙ্গি আস্তানায় অভিযানে ছেদ পড়েছিল। আবহাওয়ার বৈরী ভাব প্রশমিত হলে আজ নাসিরপুরের জঙ্গি আস্তানায় ফের অভিযান শুরু হয়।
No comments:
Post a Comment