Social Icons

Monday, March 27, 2017

একটি মশার কয়েল ১০০টি সিগারেটের সমান ক্ষতি করে

গরমের দিন আশার আগেই মশার আগমন ঘঠে গেছে । মশার কামড়ে রাতের ঘুম হারাম হয়ে গেছে । এর পাশাপাশি ডেঙ্গু, ম্যালেরিয়া মতো মারাত্মক সব রোগের হাতছানি । তাই মশার অত্যাচার থেকে বাছতে আমাদের কারোরই মশারি টাঙানোর অভ্যেস নেই । শর্টকাট রাস্তা হিসেবে আমরা মশার কয়েলকে জালীয়ে আমদের বন্ধু হিসেবে সারা রাত পাশে নিয়ে শুয়ে থাকি । কিন্তু আপনি কি জানেন আপনার এই বন্ধু আপনার কতটা ক্ষতি করছে ? বিশেষজ্ঞদের মতে, একটা মশার কয়েল ১০০টি সিগারেটের সমান ক্ষতি করে ।
মশা মারার কয়েলে মারাত্মক ক্ষতি । যা প্রতিনিয়ত আপনার ফুসফুস এবং হার্টের বারোটা বাজাচ্ছে । সেই কয়েল ব্যবহার করে মশা মারতে গিয়ে ডেকে আনছেন নিজের মৃত্যু । মশার কয়েলের ধোয়া শ্বাসকষ্ট, কাশি ও ফুসফুসের সমস্যার কারন । এর পাশাপাশি কয়েল ফুসফুসের ক্যানসারের সম্ভাবনা ৪০ শতাংশ বাড়িয়ে দেয় ।
কয়েলের সূক্ষ্ম গুঁড়ো শ্বাসনালি এবং ফুসফুসের পথে গিয়ে জমা হয় । যা বিষাক্ত সমক্রমণ হিসেবে কাজ করে । মশার কয়েল দীর্ঘদিন ব্যবহারে চোখের ভয়ানক ক্ষতি হয় । মানুষের শরীরে স্লো পয়জনিংয়ের অন্যতম কারন এ মশার কয়েল । হার্টের সমস্যায় যারা ভুগছেন তাদের জন্য তো মশার কয়েল একেবারেই হারাম । প্রায় সমস্ত মশার কয়েলেই থাকে অ্যালেট্রিন । এটি মস্তিষ্ক ও রক্তের ভেদ্যতা বাড়িয়ে দেয় । বিশেষজ্ঞদের দাবি, কয়েলের ধোঁয়া শিশুদের জন্য আরও বেশি বিপজ্জনক বলে ।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates