Friday, March 31, 2017
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট হে গ্রেফতার
দুর্নীতির মামলায় গ্রেফতার হয়েছেন দক্ষিণ কোরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট পার্ক গিউন-হে।
গ্রেফতারের পর তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।
প্রেসিডেন্ট থাকাকালে দুর্নীতির কেলেঙ্কারির ঘটনায় গিউন-হে বৃহস্পতিবার আদালতে হাজিরা দেন।
দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগের মামলায় শুনানি শেষে ৬৫ বছর বয়সী সাবেক এ প্রেসিডেন্টকে গ্রেফতারের অনুমতি দেন আদালত। এরপর তাকে একটি ডিটেনশন সেন্টারে নেওয়া হয়।
গিউন-হের বিরুদ্ধে ঘুষ গ্রহণ, সরকারি তথ্য ফাঁস, ক্ষমতার অপব্যবহারসহ বেশ কয়েকটি অভিযোগ আছে। অভিযোগ অস্বীকার করে আসছেন তিনি।
এরপর গিউন-হেকে দেশটির সাংবিধানিক আদালত বরখাস্ত করেন। দুর্নীতির কেলেঙ্কারির অভিযোগে পার্লামেন্টে অভিশংসন প্রস্তাব পাস হওয়ার পর দীর্ঘ শুনানি শেষে আদালত ওই রায় দেন।
Labels:
আন্তর্জাতিক
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment