জলবায়ু পরিবর্তন বিষয়ক ওবামা প্রশাসনের নেয়া পরিকল্পনা বাতিলে নির্বাহী আদেশ জারি করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন নির্বাহী আদেশে ‘ক্লিন পাওয়ার প্ল্যান’ বাতিল করা হচ্ছে যেটি অঙ্গরাজ্যগুলোকে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির প্রধান নিয়ামক কার্বন নিঃসরণ কমাতে বাধ্য করতো।
নতুন নির্বাহী আদেশে পরিবেশ সংরক্ষণ এজেন্সির অর্থবরাদ্দও কমানো হবে। তেল, গ্যাস ও কয়লা উৎপাদন নিয়ন্ত্রণ নীতিমালা পুনর্বিবেচনা করে দেখা হবে। ট্রাম্প নির্বাচনের সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন কার্বন নিঃসরণ বিরোধী ‘গ্রিন রুল’ গুলো বাতিল করবেন কারণ তার মতে এই আইনগুলো অর্থনীতির জন্য ক্ষতিকর। নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প বলেছিলেন ২০১৫ সালে প্যারিস জলবায়ু সম্মেলনে স্বাক্ষর করা বৈশ্বিক উষ্ণতা নিরসন চুক্তি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেবেন।
হোয়াইট হাউজের বিবৃতিতে বলা হয়েছে, নতুন নীতিমালায় জ্বালানি ও বিদ্যুৎকে কমদামে ও নির্ভরযোগ্য উপায়ে সরবরাহ করা যাবে যার মাধ্যমে অর্থনীতি শক্তিশালী হবে এবং নতুন চাকরি সৃষ্টি হবে। তবে পরিবেশ সংরক্ষণ নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ও সংস্থাগুলো বলেছে, এই নীতিমালা কার্যকর হলে দেশে ও বিদেশে মারাত্মক প্রতিক্রিয়া সৃষ্টি হবে। বিবিসি।
No comments:
Post a Comment