ইনিংসের শুরুতে সৌম্য সরকারের উইকেট হারানোর ধাক্কা সামলে নিলেও ফের চাপের মুখে পড়েছে বাংলাদেশ। লঙ্কানদের আঘাতে জোড়া উইকেটের পতনে টাইগারদের দলীয় সংগ্রহ ২২ ওভার ১ বলে ৩ উইকেট হারিয়ে ১২০ রান ।
দলীয় ২৯ রানে সৌম্য বিদায় নিলে ক্রিজে আসেন সাব্বির। উইকেটে নেমেই তিনি কাউন্টার এ্যাটাক শুরু করেন। ৫৬ বলে ৫৪ রানের একটি ইনিংস খেলে বিদায় নেন সাব্বির। সাব্বিরের মারমুখী ইনিংসে ১০ টি চারের মার ছিল।সাব্বিরের বিদায়ে তামিম ও সাব্বিরের ৯০ রানের জুটি ভেঙ্গে যায়।
এরপর উইকেটে আসেন মুশফিকুর রহিম। ২ বলে ১ রান করে তিনি লক্ষণ সান্দাকানের বলে আউট হয়ে ফিরে যান।
ক্রিজে এখন তামিম ইকবাল ৪৩ ও সাকিব ৩ রানে অপরাজিত আছেন।
এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় ২৯ রানের মাথায় ফিরে গেছেন ওপেনার সৌম্য সরকার। সুরঙ্গা লাকমালের বলে তিনি খোঁচা দিতে গেয়ে বল ব্যাটের কোণায় লেগে উইকেট কিপার দিনেশ চান্দিমালের তালুবন্দী হয়। সৌম্য ১৩ বলে ২ চারে ১০ রান সংগ্রহ করেন। তামিম (১৫) ও সাব্বির রহমান (০) রানে ক্রিজে আছেন।
এরআগে সুরঙ্গা লাকমালের প্রথম ওভারের তৃতীয় বলে ২ রান নিয়ে তিন ফরম্যাটের আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক পেরিয়ে যান তামিম।
টাইগারদের হয়ে আজ ওয়ানডে অভিষেক হচ্ছে মেহেদি হাসান মিরাজের। ডাম্বুলাতে বাংলাদেশের কোনও সুখস্মৃতি না থাকলেও সমস্যা নেই। সর্বশেষ তিন ম্যাচের সবকটিই লঙ্কানরা হেরেছে ডাম্বুলাতে। যদিও শততম ম্যাচটি হেরে খানিকটা তেতে আছে লঙ্কান ক্রিকেটাররা।
বাংলাদেশের জন্য বড় প্রাপ্তি মানসিক ভাবেও অনেকখানি এগিয়ে থেকে মাঠে নামার সুযোগ পাবে মাশরাফিরা। কেননা বাংলাদেশের বিপক্ষে কলম্বোতে শততম টেস্ট ম্যাচটি হেরে যাওয়ার পর এমনিতেই লঙ্কান সংবাদ মাধ্যম তাদের ক্রিকেটকে মৃত ঘোষণা করেছে!
বাংলাদেশ স্কোয়াডে থাকছে তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহমান, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, তাসকিন ও মুস্তাফিজুর রহমান।
অন্যদিকে লঙ্কান স্কোয়াডে মাঠে নামবে গুনাথিলাকা, উপল থারাঙ্গা, বিকেজি মেনডিস, চান্ডিমাল, গুনারত্নে, সিরিওয়ার্দানা, পাথিরানা, পেরেরা, লাকমাল, পেডলর সানদাকান ও কুমারা।
No comments:
Post a Comment