সুষমা বলেন, ‘যতক্ষণ তালিকায় অন্তর্ভুক্ত লোকের জাতীয়তা নিশ্চিত না হচ্ছি, ততক্ষণ কিভাবে বলি তারা ভারতীয়।’
তিনি আরও বলেন, অবৈধ বসবাসকারী হিসেবে যে ২৭১ ভারতীয়ের নাম প্রত্যর্পণ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে, তাদের ফেরত পাঠানোর আগে যুক্তরাষ্ট্রকে সেই তালিকা দেখাতে বলেছেন সুষমা। জাতীয়তা নিশ্চিত হওয়ার পরই কেবল তাদের প্রত্যর্পণ করতে বলা হয়েছে।
যুক্তরাষ্ট্রে ভারতীয়দের বিরুদ্ধে যে আচরণ হচ্ছে, তা নিয়ে ভারতের উদ্বেগ বাড়ছে। ওয়াশিংটনভিত্তিক পিউ রিসার্চ সেন্টার সেপ্টেম্বরে এক প্রতিবেদনে জানায়, ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবৈধ ভারতীয়ের সংখ্যা বেড়েছে ১ লাখ ৩০ হাজার।
No comments:
Post a Comment