Social Icons

Saturday, March 25, 2017

২৭১ ভারতীয়কে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ডোনাল্ড ট্রাম্প প্রশাসন সম্প্রতি ভারতকে জানিয়েছে, অবৈধভাবে বসবাসকারী ২৭১ ভারতীয়কে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হবে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ পার্লামেন্টকে এ তথ্য জানিয়েছেন।

তবে ফেরত পাঠানোর আগে ভারতীয়দের নামের তালিকা দেখানোর জন্য যুক্তরাষ্ট্রকে আরজি জানিয়েছেন সুষমা। ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। খবর এনডিটিভির।

সুষমা বলেন, ‘যতক্ষণ তালিকায় অন্তর্ভুক্ত লোকের জাতীয়তা নিশ্চিত না হচ্ছি, ততক্ষণ কিভাবে বলি তারা ভারতীয়।’

তিনি আরও বলেন, অবৈধ বসবাসকারী হিসেবে যে ২৭১ ভারতীয়ের নাম প্রত্যর্পণ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে, তাদের ফেরত পাঠানোর আগে যুক্তরাষ্ট্রকে সেই তালিকা দেখাতে বলেছেন সুষমা। জাতীয়তা নিশ্চিত হওয়ার পরই কেবল তাদের প্রত্যর্পণ করতে বলা হয়েছে।

যুক্তরাষ্ট্রে ভারতীয়দের বিরুদ্ধে যে আচরণ হচ্ছে, তা নিয়ে ভারতের উদ্বেগ বাড়ছে। ওয়াশিংটনভিত্তিক পিউ রিসার্চ সেন্টার সেপ্টেম্বরে এক প্রতিবেদনে জানায়, ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবৈধ ভারতীয়ের সংখ্যা বেড়েছে ১ লাখ ৩০ হাজার।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates