সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিবের একটি কারাগারে শুক্রবার রাতে বিমান হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছে। শনিবার ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস একথা জানিয়েছে।
মানবাধিকার সংস্থাটির বিবৃতিতে বলা হয়, বিদ্রোহী দখলকৃত শহরটির কারাগারে ওই হামলায় নিহতদের মধ্যে বন্দি ও কারারক্ষী উভয়ই রয়েছে। রুশ জঙ্গি বিমান থেকেই হামলাগুলো চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
মানবাধিকার সংস্থাটি আরো জানিয়েছে, হামলার ধরন, স্থান, ফ্লাইট প্যাটার্ন ও হামলার উপকরণের ওপর ভিত্তি করে এগুলো রাশিয়ার বিমান বলে মনে করা হচ্ছে। সংস্থাটি আরো জানিয়েছে, হামলার পর কারাগারের বন্দিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় কারারক্ষীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। প্রাথমিক খবরে এই গুলিতে আরো বেশি মানুষের মৃত্যুর কথা বলা হয়েছে। এএফপি।
No comments:
Post a Comment