উত্তর আয়ারল্যান্ডের একটি কোকা কোলা কারখানার উৎপাদিত কোমলপানীয় এর ক্যানে মানব বর্জ্য পাওয়ার অভিযোগ ওঠার পর দেশটির পুলিশ বিষয়টি তদন্ত শুরু করেছে।
বেলফাস্ট টেলিগ্রাফের রিপোর্টে বলা হয়, গত সপ্তাহে লিসবার্ন এলাকায় স্থাপিত ওই কারখানার মেশিনে ভারী তরল পদার্থ জমে গেলে রাতের শিফটের কাজ বিঘ্নিত হয়।
ওই সময় কোন ধরনের ছিপি ছাড়াই ক্যানগুলো প্লান্টে পৌঁছানো হয় এবং তারপর সেগুলো সিল করার আগেই পানীয় ভরা হয় এবং পরে তা উত্তর আয়ারল্যান্ডজুড়ে বিক্রি করা হয়।
রিপোর্টে আরো বলা হয়, চালানটি দূষিত হয়েছে কিনা তা তদন্ত করছে পুলিশ।
কোকা কোলা জানিয়েছে, দূষিত সকল ক্যান তারা ইতোমধ্যে সড়িয়ে নিয়েছে।
কোম্পানিটি জোর দিয়ে বলছে, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। বিক্রয়ের জন্য রাখা তাদের কোনো পণ্যকে এটি নষ্ট করতে পারেনি।
উত্তর আয়ারল্যান্ডের পুলিশের একজন মুখপাত্র বলেন, ‘লিসবার্নের বাণিজ্যিক এলাকা থেকে কন্টেনারের একটি চালান বিতরণ করা হয়েছে; যেগুলো মানব বর্জ্য দ্বারা দূষিত হয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। বিষয়টি গোয়েন্দারা তদন্ত করছে।’
No comments:
Post a Comment