ফ্রান্সের রাজধানী প্যারিসে এক চীনা নাগরিককে পুলিশ গুলি করে হত্যা করার পরে সহিংসতা শুরু হয়েছে। এর জের ধরে সহিংসতায় কমপক্ষে ৩ জন পুলিশ আহত হয়েছে, আটক হয়েছে ৩০ বিক্ষোভকারী।
গত রবিবার রাতে প্যারিসের চায়নাটাউনে পরিবারের সামনে পুলিশের গুলিতে চীনা বংশোদ্ভূত ৫৬ বছর বয়সের এক ব্যক্তি নিহত হন। ওই ব্যক্তির সঙ্গে তার প্রতিবেশীর বিবাদ নিয়ে তদন্ত করতে সেখানে গিয়েছিল পুলিশ। পুলিশের দাবি, ওই ব্যক্তি কাঁচি হাতে পুলিশকে আক্রমণ করে। তবে তার পরিবারের দাবি, তিনি কাঁচি হাতে পুলিশকে আক্রমণ করেননি। বরং তিনি ওই সময় কাঁচি দিয়ে মাছ কাটছিলেন।
ওই হত্যাকাণ্ডের পর সোমবার রাতে প্রায় ১০০ চীনা বংশোদ্ভূত ফরাসি নাগরিক রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে। দাঙ্গা পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় বিক্ষোভকারীরা কয়েকটি গাড়িতে আগুনও ধরিয়ে দেয়। এসময় পুলিশ ৩০ জনকে আটক করে। দাঙ্গায় পুলিশের তিন সদস্য আহত হন। বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষের পর বিষয়টি নিয়ে তদন্তের ঘোষণা দিয়েছে ফ্রান্সের পুলিশ। এ ঘটনায় জবাব দিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার সেখানে অবস্থিত ফ্রান্সের একজন কূটনীতিককে ডেকে পাঠিয়েছে। বিবিসি।
No comments:
Post a Comment