ইসলাম ধর্মকে ব্যবহার করে বিশ্বজুড়ে যে সন্ত্রাসবাদ প্রভাব বিস্তার করছে তার ফল ভোগ করতে হচ্ছে নিরীহ মুসলিম ধর্মাবলম্বীদের। তারাই বেশি হামলার শিকার হচ্ছেন।
ইউরোপ ও আমেরিকা মহাদেশেও মুসলিমদের প্রতি অবিশ্বাস, ভয় ও ঘৃণার তৈরি হয়েছে। এই পরিস্থিতি দূর করতে নতুন পদক্ষেপ নিয়েছেন কানাডার জাস্টিন ট্রুডো নেতৃত্বাধীন সরকার।
গত বৃহস্পতিবার কানাডার 'হাউস অফ কমন্স' এ ইসলামভীতি দমন করতে একটি প্রস্তাব আনে ট্রুডো সরকার। এটি সর্বসম্মতিক্রমে তা পাস হয়েছে। ওই প্রস্তাবে বলা হয়েছে, মুসলিমদের প্রতি দেশে ক্রমবর্ধমান ঘৃণা ও ভয়ের পরিবেশকে দ্রুত নিয়ন্ত্রণে আনতে হবে। এ ছাড়াও ধর্মের ভিত্তিতে ভেদাভেদ থামাতে হবে।
No comments:
Post a Comment