ইংল্যান্ড বিপক্ষে টেস্ট সিরিজে স্বপ্নের মত অভিষেক। এরপর টেস্টে বাংলাদেশের অন্যতম নির্ভর খেলোয়ার হয়ে উঠেছিলেন তিনি।
টাইগারদের টেস্ট স্কোয়াডে নির্ভরতার প্রতীক হয়ে ওঠা মেহেদি হাসান মিরাজের শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক হলো ওয়ানডেতে। রঙ্গিন জার্সিতে স্কোয়াডে সুযোগ পাওয়ার পর মূল একাদশেও জায়গা করে নিলেন।
মিরাজের ওডিআই অভিষেকেটাতেও চমক ছিল। লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজ খেলে তিনি ঢাকায় ফেরার দুইদিনের মাথায় হুট করে ওডিআই স্কোয়াডে ডাক পান।
অনূর্ধ্ব-১৯ দলের সাবেক অধিনায়ক ও অফস্পিন অলরাউন্ডার মিরাজকে স্কোয়াডে রাখায় আগের ১৬ সদস্যের দলটি ১৭’তে গিয়ে ঠেকে। টাইগার ম্যানেজমেন্টের চাওয়াতেই পরে তাকে স্কোয়াডে রাখা হয়।
এর আগে বাংলাদেশে বসতে যাওয়া ইমার্জিং এশিয়া কাপের স্কোয়াডে রাখা হয়েছিল মিরাজকে। টেস্টে লঙ্কানদের বিপক্ষে শেষ ম্যাচ খেলেই দেশে ফিরেছিলেন তিনি। ওয়ানডেতে ডাক পাওয়ায় তাকে আবারো উড়াল দিতে হয় শ্রীলঙ্কায়।
ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক টেস্টের নিজের নামের প্রতি সুবিচার করেছিলেন মিরাজ। এখন পর্যন্ত ৭ টেস্টে ৩১.৮০ গড়ে ৩৫ উইকেট নিয়েছেন। অভিষেকে সিরিজেই ক্রিকেট বিশ্বকে চমকে দিয়ে ইংলিশদের বিপক্ষে নিয়েছিলেন ১৯ উইকেট।
No comments:
Post a Comment