বিশ্বে জনপ্রিয় ব্র্যান্ড কোকাকোলার পানীয় স্প্রাইট ও ফান্টা ‘বিষাক্ত’ ও দাঁতের পচনের জন্য দায়ী বলে উচ্চ আদালতের রায়ের প্রেক্ষাপটে তা বয়কট করেছে আফ্রিকান দেশ নাইজেরিয়া।
আদালতের বিবৃতির বরাতে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এইসব কোমল পানীয়তে সাধারণভাবে ভিটামিন সি নামে পরিচিত অ্যাসকরবিক অ্যাসিডের সঙ্গে উচ্চমাত্রার বেনজয়িক এসিড ও সানসেট এডিটিভস যোগ করা হয়, যা গ্রহণে গ্রাহকরা উচ্চমাত্রার স্বাস্থ্যঝুঁকিতে থাকেন।
দেশটির বিচারপতি আদিদায়ো ওয়েবানজি নাইজেরিয়ান বোতলজাতকরন কোম্পানি (এনবিসি) কে আদেশ দেন যে, ফান্টা ও স্প্রাইটের বোতলে ভিটামিন সি’র বিপরীতে সকর্তবার্তা স্থাপন করতে হবে এবং মান নিশ্চিতকরণে ব্যর্থ হলে দেশটির জাতীয় মান নিয়ন্ত্রণকারী সংস্থা ও ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনকে ২ মিলিয়ন নায়রা (নাইজেরিয়ান মুদ্রা) প্রদান করতে হবে।
এটা স্পষ্ট যে, নাইজেরিয়ার বাজারে ফান্টা ও স্প্রাইটের মান নিয়ন্ত্রণে দেশটির বোতলজাত কোম্পানি প্রবলভাবে দায়িত্ব অবহেলায় জড়িত বলেও মন্তব্য করেন এই বিচারক। অ্যাসকরবিক অ্যাসিডের সঙ্গে অন্যান্য বিষাক্ত যৌগ মেশানো এসব পানীয় নাইজেরিয়ার বাজারে অবাধে প্রবেশ করেছে জানিয়ে এগুলোকে অনুমোদনের জন্য দেশটিতে খাবারের মান নিয়ন্ত্রণকারী সংস্থারও তীব্র সমালোচনা করেন তিনি। সিএনএন।
No comments:
Post a Comment