রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেছেন জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ নেতা মুফতি আবদুল হান্নান। মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর জঙ্গি শরীফ শাহেদুল আলম বিপুলের প্রাণভিক্ষার আবেদনও তৈরি হচ্ছে বলে জানিয়েছে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ।
সোমবার সন্ধ্যা ৬টায় কাশিমপুর হাইসিকিউরিটি কারা কর্তৃপক্ষের মাধ্যমে মুফতি হান্নান লিখিতভাবে প্রাণ ভিক্ষার আবেদন করেন।
কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারের সিনিয়র জেলসুপার মিজানুর রহমান জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিনজনের মধ্যে মুফতি হান্নান ও বিপুলকে এ কারাগারের কনডেম সেলে রাখা হয়েছে। তাদের মধ্যে মুফতি হান্নানের প্রাণভিক্ষার আবেদন করেছেন। বিপুলের আবেদন তৈরি হচ্ছে।
প্রসঙ্গত, গত ২১ মার্চ মঙ্গলবার রাত ১০টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ নেতা মুফতি আব্দুল হান্নানসহ তিনজনের ফাঁসির রায়ের পুনর্বিবেচনার আবেদন খারিজ রায়ের অনুলিপি পৌঁছে। পরদিন ২২ মার্চ বুধবার সকালে তা পড়ে শোনানো হয়। ২৩ মার্চ কারাগারে তাদের মৃত্যু পরোয়ানা পাঠানো হয়।
সিলেট কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর জঙ্গি দেলোয়ার হোসেন রিপন। সোমবারই তিনি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করার পর সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবরে পাঠানো হয়েছে।
ঢাকায় নিযুক্ত সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা মামলায় তাদের ফাঁসির দণ্ড দেওয়া হয়।
No comments:
Post a Comment