দু্ই বছরের জন্য ইংল্যান্ড ক্রিকেট দলের স্পিন বোলিং পরামর্শক হলেন পাকিস্তানের সাবেক অফ-স্পিনার সাকলাইন মুস্তাক। চুক্তির সময় ইংল্যান্ড লায়ন্স(ইংল্যান্ড এ) ও অনুর্ধ্ব-১৯ দলের স্পিন বোলিং পরামর্শক হিসেবে কাজ করবেন বলে এক্সপ্রেস নিউজকে জানিয়েছেন দুসরার উদ্ভাবক সাকলাইন।
সাকলাইন বলেন, ‘ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের(ইসিবি) সাথে আমি চুক্তিবদ্ধ হয়েছি। বছরে ১শ’ দিন আমি কাজ করবো। এসময় ইংল্যান্ড লায়ন্স ও অনুর্ধ্ব-১৯ দলের সঙ্গেও সহায়তা দেবো। ক্যাম্পে থাকাকালীন সকল খেলোয়াড়কে সহায়তা এবং জাতীয় দলের সাথে সফরও করবো।’
এর আগেও ইংল্যান্ড দলের স্পিন বোলিং কোচের দায়িত্ব পালন করেছিলেন সাকলাইন। দেশটির তারকা স্পিনার আদিল রশিদ ও মঈন আলীকে নিয়েও কাজ করেছেন তিনি। আসন্ন চুক্তির মেয়াদকালে রশিদ ও মঈনের বোলিং-এ উন্নতির জন্য আরও বেশি কাজ করবেন বলে জানান সাকলাইন, ‘আমার সর্বশেষ মেয়াদে বোলিং-এ অনেক বেশি উন্নতি করেছিলো রশিদ ও মঈন। আমি আশা করছি, তাদের বোলিং দক্ষতা আরও বাড়াতে সক্ষম হবো আমি।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার পর ইংল্যান্ডে পাড়ি জমান সাকলাইন। সেখানে বসবাসরত অবস্থায় ইংলিশদের বোলিং কোচ হন তিনি। এরপর স্বল্পমেয়াদে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন সাকলাইন।
তবে কয়েক বছর আগে, আবারো পাকিস্তানে বসবাস শুরু করেন সাকলাইন। ক্রিকেট জীবনে পাকিস্তানের হয়ে ৪৯টি টেস্ট ও ১৬৯টি ওয়ানডে খেলেন তিনি। টেস্টে ২০৮টি ও ওয়ানডেতে ২৮৮টি উইকেট নেন সাকলাইন। দ্যা গার্ডিয়ান/বাসস।
No comments:
Post a Comment