Sunday, March 26, 2017
বিশ্বের মধ্যে প্রতিরক্ষা ব্যয়ে ব্রাজিলের অবস্থান ১১তম।
ব্রাজিল হচ্ছে দক্ষিণ আমেরিকার সর্ববৃহৎ রাষ্ট্র। এ ছাড়াও জনসংখ্যা ও ভৌগোলিক আয়তনের দিক থেকে এটি বিশ্বের পঞ্চম বৃহত্তম দেশ। আয়তন ৮,৫১৪,৮৭৭ বর্গকিলোমিটার। ব্রাজিলের নিয়মিত সেনা সদস্য ৩,২৭,৭১০ জন। রিজার্ভ আর্মি ১৩,৪০,০০০ জন। আধা-সামরিক বাহিনীতে রয়েছে ৩,৯৫,০০০ জন সদস্য। স্থল, বিমান ও নৌবাহিনী নিয়ে ব্রাজিলের সশস্ত্র বাহিনী গঠিত। ব্রাজিলের রয়েছে ৫৮১টি সাঁজোয়া ট্যাংক, একটি বিমানবাহী যুদ্ধজাহাজ, পাঁচটি উভচর যুদ্ধজাহাজ, নয়টি ফ্রিগেট, পাঁচটি করভিট যুদ্ধজাহাজ, ৩৫টি পেট্রল বোট, সাতটি সাবমেরিন, ২২৩টি যুদ্ধবিমান এবং ১৩টি সাঁজোয়া হেলিকপ্টার। দেশটির সামরিক বাজেট ২৭ বিলিয়ন মার্কিন ডলার, যা দেশটির জিডিপির এক দশমিক পাঁচ শতাংশ। বিশ্বের মধ্যে প্রতিরক্ষা ব্যয়ে ব্রাজিলের অবস্থান ১১তম। ব্রাজিল সামরিক বাহিনী ১৮৮৯, ১৯৩০, ১৯৪৫ ও ১৯৬৪ সালের অভ্যুত্থান জড়িত ছিল। সর্বশেষ ১৯৬৪ সালের অভ্যুত্থানের পরে সামরিক একনায়কতন্ত্র শুরু হয় যা ১৯৮৫ সাল পর্যন্ত বলবৎ ছিল। বর্তমানে ব্রাজিলের বিরুদ্ধে নেই কোনো গুরুতর বহিরাগত বা অভ্যন্তরীণ হুমকি নেই , তাই সশস্ত্র বাহিনীর জন্য নতুন ভূমিকা অনুসন্ধান চলছে। আমাজন জঙ্গল নিয়ে কাজ করছে ব্রাজিলের সেনারা। এ ছাড়া সামরিক বাহিনী, বিশেষ করে সেনাবাহিনী বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ড যেমন : শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন নিয়ে কাজ করে যাচ্ছে। ১৯৯৪ সালে জাতিসংঘের শান্তিমিশনে যোগ দেয় দেশটির সশস্ত্র বাহিনী।
Labels:
আন্তর্জাতিক,
ব্রাজিল,
লাতিন আমেরিকা
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment