জাপানে পর্বত আরোহণের সময় বরফ ধসে আট স্কুল শিক্ষার্থী মারা গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। আজ সোমবার এঘটনায় আহত হয়েছে আরও ৩০জন শিক্ষার্থী। দেশটির জাপানের স্থানীয় কর্তৃপক্ষ ও পুলিশের বরাত দিয়ে দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় টোকিওর উত্তরে তোচিগি এলাকার পর্বতে বরফধসের ঘটনা ঘটে।
সরকারি সম্প্রচারকেন্দ্র জানিয়েছে, তবে শিক্ষাসফরে থাকা তিন শিক্ষকের সাথে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা যায়নি।
তোচিগি এলাকার কর্তৃপক্ষ জানিয়েছে, পার্বত্য এই অঞ্চলের সাতটি উচ্চ বিদ্যালয়ের প্রায় ৫০ জন শিক্ষার্থী শিক্ষা সফরে অংশ নিয়েছিল।
টোকিও থেকে প্রায় ১২০ কিলোমিটার উত্তরে নাসু শহরে বরফধসের এই ঘটনা ঘটে।
No comments:
Post a Comment