Friday, March 31, 2017
ভূমধ্যসাগরে ১৫০ শরণার্থীর সলিল সমাধি
ভূমধ্যসাগরে শরণার্থীবাহী নৌকাডুবিতে দেড় শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ডুবে যাওয়া নৌকা থেকে একমাত্র জীবিত উদ্ধার করা হয়েছে ১৬ বছর বয়সী এক গাম্বিয়ান কিশোরকে। আন্তর্জাতিক অভিবাসন সংগঠন (আইওএম) বুধবার এ কথা জানিয়েছে। ইতালীয় উপকূলরক্ষী বাহিনীর হাতে উদ্ধার হওয়া ওই কিশোর জানিয়েছে, নৌকাডুবিতে হয়তো সব শরণার্থীই প্রাণ হারিয়েছে। এ নিয়ে নতুন বছরের গত তিন মাসে সাগরে ডুবে এক হাজার শরণার্থীর মৃত্যু হলো। খবর আলজাজিরা ও ইনডিপেন্ডেন্টের। আইওএম জানায়, সাগরে মানবিক উদ্ধার কাজে নিয়োজিত ইতালির উপকূলরক্ষী বাহিনীর একটি জাহাজ থেকে ওই ছেলেটিকে মঙ্গলবার সাগরে একটি জ্বালানি ট্যাঙ্ক ধরে ঝুলে থাকতে দেখা যায়। তখন তাকে উদ্ধার করে স্প্যানিশ একটি জাহাজে করে বুধবার সিসিলি দ্বীপ ল্যাম্পেদুসায় নেওয়া হয়। ল্যাম্পেদুসা দ্বীপের কর্মকর্তাদের সঙ্গে কথা বলার পর আইওএমের মুখপাত্র ফ্লাভিও ডি জিয়াকোমো বলেন, ওই কিশোর জানিয়েছে, নৌকায় থাকা অন্য সবাই মারা গেছে।
Labels:
আন্তর্জাতিক
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment