মেক্সিকোর পূর্বাঞ্চলীয় রাজ্য ভেজাক্রুজের একটি গণকবরে ২৫০টি মানুষের খুলি পাওয়া গেছে। রাজ্যটির প্রসিকিউটর জর্জ উইঙ্কলার এ কথা জানান। টিভি নেটওয়ার্ক টেলিভিসাকে দেয়া এক সাক্ষাৎকারে উইঙ্কলার বলেন, মাদক পাচারকারীরা ভেরাক্রুজকে বহুদিন ধরেই লাশ পুঁতে রাখার স্থান হিসেবে ব্যবহার করে আসছে।
তিনি আরো বলেন, এখন পর্যন্ত শুধু ওই স্থানটির একটি অংশে তল্লাশি চালানো হয়েছে। তবে তিনি সেখান থেকে আরো লাশ পাওয়ার সম্ভাবনা নাকচ করে দেননি। উইঙ্কার বলেন, কোন কোন খুলি কয়েক বছরের পুরাতন হতে পারে।
তিনি টেলিভিসাকে বলেন, ‘ভেরাক্রুজে বিপুল সংখ্যক গণকবর রয়েছে।’
উইঙ্কার আরো বলেন, ‘আমার দৃষ্টিতে রাজ্যের সবগুলো গণকবরের সন্ধান পেলে ভেরাক্রুজ মেক্সিকো, এমনকি বিশ্বের সবচেয়ে বড় গণকবরে পরিণত হতে পারে।’ কিভাবে ও কখন এই খুলিগুলো পাওয়া গেছে সে সম্পর্কে তিনি কিছু জানাননি। বাসস।
No comments:
Post a Comment