Social Icons

Friday, March 10, 2017

মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে আসা অবৈধ অভিবাসীদের সংখ্যা কমছে


মেক্সিকো থেকে অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর হার কমে এসেছে। গত জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এ হার ৪০ শতাংশ হ্রাস পেয়েছে। মার্কিন সরকারি সূত্রে এ তথ্য জানা গেছে। 
 
হোমল্যান্ড সিকিউরিটি প্রধান জন কেলি বলেছেন, এই পরিবর্তন প্রবণতা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর নীতির ফলাফল। প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে দেওয়াল তোলার নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন এবং দেশত্যাগে নতুন একটি দিক নির্দেশনা দিয়েছেন। এই পদক্ষেপকে মেক্সিকো ‘শত্রুভাবাপন্ন’ ও ‘অগ্রহণযোগ্য’ বলে নিন্দা জানিয়েছিল। যুক্তরাষ্ট্রে ১ কোটি ১০ লাখ অবৈধ অভিবাসী বসবাস করে থাকেন। তাদের বেশির ভাগই মেক্সিকো থেকে এসেছেন।
 
গত বুধবার কেলি জানিয়েছেন, বহু সংখ্যক ‘অননুমোদনীয় লোকজন’ যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত পারাপার করে থাকেন। এ বছর গত দুই মাসে এ অতিক্রান্ত মানুষের সংখ্যা ৩১ হাজার ৫শ ৭৮ জন থেকে কমে ১৮ হাজার ৭শ ৬২ জনে এসে দাঁড়িয়েছে। কেননা এ সময়ে অবৈধ অভিবাসী আটকের সংখ্যা বাড়ায় এমনটি ঘটেছে। গত মাসে ট্রাম্প অবৈধ অভিবাসীদের মেক্সিকো পাঠিয়ে দেওয়ার ঘোষণা দেন। এমনকি তারা যদি মেক্সিকোর নাগরিক নাও হন তাহলে এসব অবৈধ অভিবাসীদের দেশত্যাগ করার কথা নতুন নিয়মে উল্লেখ করা হয়েছে। সরকার জানিয়েছে, এ নির্দেশনামায় গণহারে দেশত্যাগে বাধ্য করা হবে না। তাছাড়া আইন কার্যকর করতে সংশ্লিষ্টদের ক্ষমতায়ন করা হচ্ছে। 
 
মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের আদেশ ও তা নির্মাণে মেক্সিকোকে অর্থ দেওয়ার কথা জানিয়েছিলেন ট্রাম্প। তবে মেক্সিকো বারবারই এ আদেশ প্রত্যাখ্যান করে আসছে। ওদিকে গত সোমবার নতুন করে ছয়টি মুসলিম দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন প্রেসিডেন্ট। সেটাও হাওয়াই রাজ্যে প্রথমবারের মতো আইনগত চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। রাজ্যের আইনজীবীরা জরুরি ভিত্তিতে আদেশটি বন্ধ করার আহ্বান জানিয়েছেন। তারা জানিয়েছেন, এটা স্থানীয় জনগণ, ব্যবসায়ী ও স্কুলগুলোর জন্য ক্ষতিকর হবে। বিবিসি।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates