আফগান জাতীয় নিরাপত্তা বাহিনী (এএনএসএফ) ২৪ ঘণ্টার মধ্যে সানা দেশে ২৭ জন জঙ্গিকে হত্যা করেছে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার একথা জানায়।
জঙ্গি দমন অভিযানের দৈনিক হালনাগাদ তথ্য জানিয়ে দেয়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘সন্ত্রাসী ও আফগানিস্তানের শান্তি ও স্থিতিশীলতার শত্রুদের কাছ থেকে কয়েকটি এলাকা মুক্ত করতে গত ২৪ ঘণ্টায় এএনএসএফ বেশ কয়েকটি সন্ত্রাস-বিরোধী অভিযান পরিচালনা করে ২৭ জনকে হত্যা ও অপর ছয়জনকে আটক করেছে।’
বিৃবতিতে বলা হয়, দেশের ৩৪টি প্রদেশের ১১টি পরিচালিত এসব অভিযানে ১৭জন জঙ্গি আহত হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়, নিরাপত্তা বাহিনঅ কয়েকটি গাড়ি বোমা, তিনটি মোটর সাইকেল ও সন্ত্রাসীদের দুটি আস্তানা ধ্বংস করে এবং বেশ কিছু হালকা ও ভারী অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে।
তবে বিবৃতিতে নিরাপত্তা বাহিনীর পক্ষে কেউ হতাহত হয়েছে কিনা তা উল্লেখ করা হয়নি। এএফপি।
No comments:
Post a Comment