'রংবাজ' ছবির মহরত শেষে চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শুক্রবার রাত ১০টার দিকে ভর্তি হয়েছেন । জানা গেছে, অতিরিক্ত জ্বর ও রক্তচাপ নিম্নমুখী হওয়ায় তাকে আজ শুক্রবার রাতে হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
বুবলীর বড়বোন মিমি বলেন, কয়েকদিন থেকেই বুবলী অসুস্থতাবোধ করছিলেন । আজ এই অসুস্থতার মধ্যেও নতুন ছবি রংবাজের মহরতে অংশ নেন । সেখান থেকে ফিরেই প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন । দ্রুত তাপমাত্রা অস্বাভাবিক বেড়ে তাকে গেলে ইউনাইটেড হাসপাতালের জরুরি নিয়ে আসি । তাকে সেখানে ভর্তি করে নেওয়া হয়েছে ।
মিমি আরও বলেন, তাৎক্ষণিকভাবে বুবলীর রক্ত পরীক্ষা করা হয়েছে । ডাক্তার বলেছেন, তার মাত্রাতিরিক্ত জ্বর ও প্রেশার ফল করেছে । এখন সে ইমার্জেন্সি বিভাগে ভর্তি আছে । ওর জন্য সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হতে পারে ।


No comments:
Post a Comment