ইউরোপের মানবাধিকার কর্মী জিউফি ক্লাউট এখন পর্ন ইন্ডাস্ট্রির অভিনেতা-অভিনেত্রীদের হয়ে গলা ফাটাচ্ছেন। সবার কাছে তার একটাই আবেদন, দয়া করে পর্ন সিনেমা দেখবেন না।
কারণটা আপনার ফোনে ভাইরাস, বা স্বাস্থ্য সচেতনার জন্য নয়, ব্যাপরটা হল মানবিকতার।
'বয়কট পর্ন' নামের ব্যানারে লড়াই করতে নেমে ক্লাউট বলেন, এই যে দুনিয়ার বহু মানুষ যাদের নীল ছবির দুনিয়ায় মুখে রঙ মেখে অভিনয় করতে দেখেন। যাদের শরীর, যৌনতা দেখে উত্তেজনা বোধ করেন। তাদের জীবনের আসল সত্যিটা জানলে অন্যরকম ভাববেন।
বিশ্বের বিভিন্ন প্রান্তে পর্ন ইন্ডাস্ট্রিতে গিয়ে যে প্রতিবেদন তৈরি করেছেন ক্লাউট, তা শুনলে অবাক হতে হয়।
প্রতিবেদনে তিনি জানান, চুক্তিতে সই করা পর্ন তারকাদের দিনে পাঁচ-ছ ঘণ্টার মধ্যে অন্তত দশ থেকে পনেরো বারের বেশি যৌন কর্মে লিপ্ত হতে হয়। শরীর খারাপ থাকলেও ছুটি মেলে না। বাধ্য হয়েই অভিনয় করতে হয়।
ক্লাউট বলেন, অনেক সময় যন্ত্রণায় ছটফট করলেও তাদের রেহাই মেলে না। চিকিৎসক ডেকে ওষুধ খাইয়েই আবারও অভিনয় করতে বাধ্য করা হয় তাদের।
No comments:
Post a Comment