দক্ষিণ আটলান্টিক মহাসাগরে দক্ষিণ কোরিয়ার একটি পণ্যবাহী জাহাজ ২৪ জন যাত্রী নিয়ে ডুবে গেছে।
রোববার বিবিসি’র এক প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার দক্ষিণ আটলান্টিক মহাসাগরে ‘স্টেলার ডেইজি’ নামে দক্ষিণ কোরিয়ার একটি জাহাজ ডুবে যায়।
প্রতিবেদনে বলা হয়, জাহাজটি যখন পানিতে তলিয়ে যাচ্চিল তখন এক জন ক্রু জু্রুরি বার্তা পাঠায়। সে সময় উরুগুয়ের নৌবাহিনী কাছাকাছি অবস্থান করায় জরুরি বার্তা পাওয়া মাত্রই তারা উদ্ধার কাজ শুরু করে।
উরুগুয়ে নৌবাহিনীর এক সদস্য বলেন, জাহাজটি চলার সময় তারা জ্বালানির তীব্র গন্ধ পাচ্ছিলেন। এ ঘটনায় দু’জন নাবিককে উদ্ধার করা সম্ভব হয়েছে।
দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, জাহাজটির আরও ২২ যাত্রী এখনো নিখোঁজ রয়েছে। উদ্ধার কাজে সহায়তা করতে ব্রাজিল ও উরুগুয়েকে আহ্বান জানানো হয়েছে। উদ্ধার অভিযান এখনো চলছে বলেও তিনি জানান।
উল্লেখ্য, ‘স্টেলার ডেইজি’ নামের জাহাজটি ব্রাজিল থেকে যাত্রা শুরু করে মার্শাল দ্বীপে যাচ্ছিল। জাহাজটিতে ফিলিপাইনের ১৬ জন ও দক্ষিণ কোরিয়ার ৮ জন নাগরিক ছিলেন।


No comments:
Post a Comment