ভালোবাসায় কী না হয়? সম্প্রতি প্রেমের টানে মার্কিন মুল্লুক ছেড়ে বাংলাদেশে আসা এক তরুণীর খবর ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। সেই রেশ কাটতে না কাটতে আবার ঘটনার পুনরাবৃত্তি।
দেখা গেছে ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে সুদূর ব্রাজিল থেকে বাংলাদেশের রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় প্রেমিক সঞ্জয়ের কাছে ছুটে গিয়েছেন প্রেমিকা জেইসা ওলিভেরিয়া সিলভা।
৩ এপ্রিল ভোরে ব্রাজিল থেকে বের হয়ে রাত ১০টায় ঢাকায় এসে পৌঁছান জেইসা ওলিভেরিয়া সিলভা।

ফেসবুকে প্রেমের সূত্র ধরে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের হালিতলা বারৈইকান্দি গ্রামে ছুটে আসেন ৪৭ বছর বয়সী ব্রাজিলিয়ান নাগরিক সেওমা বিজেরা। রকিব মৌলভীবাজার সরকারি কলেজের মাস্টার্স শেষ বর্ষের ছাত্র।
প্রেমের টানে সুদূর ব্রাজিল থেকে বাংলাদেশের ছোট্ট একটি গ্রামে এক বয়স্ক মহিলার এভাবে ছুটে আসা সত্যিই বিরল ঘটনা।
১ বছর পূর্বে তিনি ফেসবুকে সেওমার আইডিতে লাইক দেন। সেওমাও তাকে লাইক দেন। এভাবেই শুরু হয় বন্ধুত্বের পর্ব। একপর্যায়ে তাদের টেক্সট বিনিময় থেকে শুরু হয়। প্রায় প্রতিদিনই তাদের কথা হতো। মুখোমুখি সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেন সেওমা বিজেরা। প্রেমিক তাতে সাড়া দেন। পরে ব্রাজিলিয়ান ওই নারী বাংলাদেশে আসার সিদ্ধান্ত নেন। ২০১৬ সালের ডিসেম্বর মাসের প্রথমদিকে সেওমা ব্রাজিলে বাংলাদেশ দূতাবাসে গিয়ে ভিসা সংগ্রহ করেন। গত বছরের ৩১শে ডিসেম্বর তিনি বাংলাদেশের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বাংলাদেশে আসেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রেমিক মো. আবদুর রকিব। চলে আসেন নবীগঞ্জে।
এই ২ টি ঘটনার পর বাংলাদেশী ছেলেরা ফেসবুক এ আরও বেশি ঝুকে পরেছেন। ব্রাজিলিয়ান নরিদের সাথে ফেসবুক এ বার্তা আদান প্রদান করছেন।
ভাষা না জানলেও গুগল ট্রান্সলেট ব্যাবহার করে তারা কথা বলছেন এক জন আরেক জনের সাথে।
কেন ব্রাজিলিয়ান নারীরা বাঙ্গালীদের প্রেমে পরে ?
এক সমীক্ষায় দেখা গেছে ব্রাজিলিয়ান পরুষরা খুব অল্প সময়ে দাম্পত্য জিবনে ইতি টানেন ।অপর দিকে দেখা যায় প্রক্রিয়া প্রেমে জরিয়ে পরে নিজ প্রেমিকা বা জীবন সঙ্গী কে হত্যা করতেও দ্বিধা বোধ করে না। এদিকে বাঙ্গালী ছেলেরা খুব ভালবাসা প্রেমী । স্ত্রী সোহাগী হয়। প্রেমিকা বা স্ত্রীর প্রতি খুব দায়িত্ব বান হন। সব দিক বিবেচনা করে ব্রাজিলিয়ান পুরুষ রেখে এখন বিদেশে পুরুষদের প্রতি প্রেমে আগ্রহী হচ্ছেন ব্রাজিলিয়ান নারিরা।
| জাতিগোষ্ঠী(২০১৬) |
| |






No comments:
Post a Comment