Social Icons

Tuesday, April 18, 2017

উত্তর কোরিয়ান সাগরে মার্কিন যুদ্ধজাহাজকে ‘ধাওয়া’ করছে চীন-রুশ সেনা!

উত্তর কোরিয়ার উদ্দেশে রওনা দেওয়া মার্কিন নৌবাহিনীর জাহাজ বহরে ধাওয়া করতে বিশেষ সামরিক অভিযান শুরু করল চীন ও রাশিয়া৷ তাদের দাবি, উত্তর কোরিয়ায় এককভাবে হামলা চালাতে চলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ সেইজন্যই ইউএসএস কার্ল ভিনসন নামের একটি এয়ারক্রাফট ক্যারিয়ারও পাঠিয়েছেন তিনি৷ এতে রয়েছে- একশোটি যুদ্ধবিমান, ক্রুজিয়ার, ডেস্ট্রয়ার ও সাবমেরিন৷
আন্তর্জাতিক এক সংবাদ মাধ্যমের খবর, মার্কিন এই এয়ারক্রাফট ক্যারিয়ারের পিছু করতে শুরু করেছে রুশ ও চীনা সেনা৷ ইতিমধ্যে এনিয়ে শুরু হয়েছে গভীর আন্তর্জাতিক রাজনীতি৷ আমেরিকাকে হুঁশিয়ারি দিয়ে রেখেছে রাশিয়া৷ উত্তর কোরিয়ায় প্রতি হুশিয়ারি দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেনস৷
অপরদিকে উত্তর কোরিয়ার বিরুদ্ধে কড়া অবস্থান নিতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যে কোনও সময় হামলার নির্দেশও দিতে পারেন বলে জানিয়েছেন হোয়াইট হাউসের এক কর্মকর্তা।
ঐ কর্মকর্তা জানান, উত্তর কোরিয়ার মিসাইল টেস্ট ব্যর্থ হওয়ার পরেই ট্রাম্প ওই দেশের বিরুদ্ধে মিলিটারি অ্যাকশন নিতে চাইছেন। প্রয়োজনে আচমকা হামলাও চালানোর নির্দেশ দিতে পারেন।
আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জেনারেল এইচ আর ম্যাকমাস্টার বলেন, উত্তর কোরিয়ার ব্যবহারে রীতিমত বিরক্ত আমেরিকা। ইতোমধ্যেই ট্রাম্প নির্দেশ দিয়েছেন যাতে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল আমেরিকার সেনা ও গোয়েন্দাদের সঙ্গে এই বিষয়ে দ্রুত কথা বলে। উত্তর কোরিয়ার এই ধরনের ব্যবহার জারি থাকলে ট্রাম্পের যে কোনও নির্দেশের জন্য প্রস্তুত থাকতেও বলা হয়েছে। সিরিয়া ও আফগানিস্তানে যেভাবে এয়ারস্ট্রাইক চালিয়েছে আমেরিকা, তাতে ট্রাম্প যে আচমকা অভিযান চালাতে পছন্দ করেন সেটা স্পষ্ট বলেও উল্লেখ করেছেন ম্যাক মাস্টার।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates