আটটি নতুন সাবমেরিন তৈরির পরিকল্পনা করছে তাইওয়ানের নৌবাহিনী। এই সাবমেরিনগুলো তাইওয়ানেই নির্মিত হবে।
এর আগে তাইওয়ান নৌবাহিনীর চারটি সাবমেরিন গত দশকে বাইরে থেকে আমদানি করা হয়েছিল। এই ঘোষণা এমন সময়ে আসলো যখন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দেখা করতে ফ্লোরিডায় যাচ্ছেন। তাইওয়ান এর আগে কখনো সাবমেরিন তৈরি করেনি। ডিজেলচালিত সাবমেরিনটি তাইওয়ানের নৌবাহিনীকে আরো শক্তিশালী করবে।
তাইওয়ানের নৌবাহিনীর চিফ অব স্টাফ লি সাং সিয়াও বলেন, আমাদের অভ্যন্তরীণ সাবমেরিন প্রজেক্টে আমরা আটটি সাবমেরিন তৈরি করবে। এর আগে গত মাসে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েন বলেছিলেন, নৌবহরের শক্তি বৃদ্ধি করতে হবে। তিনি বলেন, পানির নিচে লড়াইয়ের সক্ষমতা বৃদ্ধি করাটা তাইওয়ানের জন্য সবচেয়ে বেশি প্রয়োজনীয়। বিবিসি।


No comments:
Post a Comment