Social Icons

Friday, April 14, 2017

ঢাকায় শুটিং করছেন টলিউডের জিৎ

কলকাতার সুপারস্টার জিৎ এখন ঢাকায়। ‘বস-টু’ চলচ্চিত্রের শুটিং করার জন্য ঢাকায় এসেছেন এই অভিনেতা। প্রথমবারের মতো বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) শুটিং করবেন জিৎ। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) থেকে এ শুটিং শুরু হয়। জাজ মাল্টিমিডিয়া সূত্রে এ তথ্য জানা গেছে। প্রতিষ্ঠানটির কর্ণধান আব্দুল আজিজ নিজেই তার ভেরিফায়েড ফেসবুকে জিৎ, ফারিয়ার ছবি শেয়ার করে এই তথ্য জানিয়ে দেন। 
 
 
২০১৩ সালে মুক্তি পেয়েছিল রোমান্টিক ও অ্যাকশনধর্মী চলচ্চিত্র ‘বস’। সিনেমাটি পরিচালনা করেছিলেন বাবা যাদব। এবার ছবিটির সিক্যুয়েল ‘বস-টু’ নির্মাণ করা হচ্ছে। যৌথভাবে পরিচালনা করছেন বাংলাদেশের আবদুল আজিজ ও কলকাতার বাবা যাদব।
 
ছবিটিতে জিতের বিপরীতে অভিনয় করছেন বাংলাদেশের গ্ল্যামার গার্ল নুসরাত ফারিয়া ও কলকাতার শুভশ্রী। যৌথভাবে প্রযোজনা করছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ভারতের এসকে মুভিজ।
 
জিৎ-ফারিয়া এর আগে ‘বাদশা’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates