ব্রাজিলের অন্যতম জনপ্রিয় মডেল ও অভিনেত্রী গিসেলে বান্ডচেন প্রায় খোলা দেহেই সৈকতে সময় কাটালেন।
সাপ্তাহিক ছুটির দিনটি উপভোগ করার জন্য বান্ডচেন গিয়েছিলেন কোস্টারিকার সৈকতে। এ সময় হাওয়া খেতে সৈকতে গিয়েছিলেন তিনি শুধুমাত্র বিকিনি পরেই।
এই বিকিনি সম্পর্কে ব্রিটিশ ট্যাবলয়েড মিরর লিখেছে, সম্ভবত পৃথিবীর সবচেয়ে ছোট বিকিনি ছিল এটা!
মিররের প্রতিবেদনে বলা হয়, এই ছোট বিকিনির কারণে অভিনেত্রীর শরীরের আবেদনময়ী অঙ্গগুলো বেশ খোলামেলাই দেখা গেছে।
বান্ডচেনের বয়স ৩৪ বছর। তিনি দুই সন্তানের মা। সৈকতে হাওয়া খেতে তিনি এ দিন তার ছোট সন্তান বেনজামিনকে সঙ্গে নিয়ে যান।
প্রকাশিত কয়েকটি ছবিতে দেখা যায়, বিকিনি পরিহিত বান্ডচেনের পিঠে রয়েছে তার ছোট শিশুটি।
এমন খোলা দেহে, প্লাস পিঠে তার শিশু—মিরর তাই বান্ডচেনকে বলেছে ‘ইয়ামি মাম্মি’।
প্রসঙ্গত, বান্ডচেনের স্বামী হলেন মার্কিন ফুটবলার টম ব্রাডি। টম অবশ্য বান্ডচেনের সঙ্গে সৈকতে যাননি। তবে এই অভিনেত্রীর হাওয়া বদলের দিনে সঙ্গী ছিল দুটো কুকুর।


No comments:
Post a Comment