Social Icons

Wednesday, July 19, 2017

৫১% অভিবাসন প্রত্যাশী প্রতারণার শিকার: রামরু

বাবুল কাতারে যাওয়ার জন্য তার চাচা হালিম মিয়ার সাথে যোগাযোগ করেন। হালিম মিয়া তার কাছ থেকে টাকা নেন এবং কাতারে যাওয়ার ব্যবস্থাও করে দেন। কিন্তু কাতার পৌঁছানোর পর তিনি বাবুলকে এয়ারপোর্টে রেখেই উধাও হয়ে যান। পাঁচ দিন এয়ারপোর্টে থেকে দেশে ফিরে আসে বাবুল। কিন্ত্রু তার চাচার কাছ থেকে পাওনা টাকা সে ফেরত পায়নি। এমন আরও অসংখ্য বাবুল রয়েছে বাংলাদেশে যারা প্রতিনিয়ত দালালদের কাছে প্রতারিত হচ্ছেন। অভিবাসন প্রত্যাশী বাংলাদেশিদের মধ্যে প্রায় ৫১ শতাংশই প্রতারণা এবং হয়রানির শিকার হচ্ছেন। শরনার্থী এবং অভিবাসন বিষয়ক গবেষণা সংস্থা রামরু’র(রিফিউজি এন্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট) গবেষণা প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে।
আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এক সেমিনারে গবেষণার ফলাফল তুলে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং রামরু’র চেয়ারপার্সন ড. তাসনীম সিদ্দিকী। সেমিনারে সভাপতিত্ব করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাবেদ আহমেদ। প্রধান অতিথি ছিলেন জাস্টিস মোহাম্মদ নিজামুল হক।
প্রতিবেদনটিতে টাঙ্গাইলের এলেঙ্গা ও পাইকোরা ইউনিয়নের ৫৪০৭ টি পরিবারের ওপর করা গবেষণার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে দেখা যায় শহরাঞ্চলের তুলনায় গ্রামাঞ্চল থেকে বিদেশে অভিবাসী হওয়ার প্রবণতা বেশি। পাইকোরা ইউনিয়নে যেখানে ৪৬.৫% পরিবার থেকে অভিবাসী রয়েছে সেখানে এলেঙ্গাতে তা ৩৩.৩%। আবার, প্রবাস ফেরতের পরিমাণও কম নয়। ৩৬.৬% প্রবাস ফেরত মানুষ রয়েছেন এ অঞ্চলে। প্রতারণার শিকার হওয়া ৫১% এর মধ্যে ১৯% মানুষ টাকা দেয়ার পরও বিদেশে যেতে ব্যর্থ হয়েছেন। বাকি ৩২% বিদেশে প্রতারণার শিকার হয়েছেন। প্রতারণার শিকার বাংলাদেশিরা গড়ে ২,৪৩,২৪৭ টাকা করে হারিয়েছেন।
গবেষণার ফলাফল প্রকাশের পর ড. তাসনীম সিদ্দিকী বলেন, ‘এই প্রতারণার দায়ভার কেবলমাত্র দালালদের কাঁধে দেয়ার সুযোগ নেই। রাষ্ট্রকেও এর দায় নিতে হবে। কোথায়, কিভাবে মানুষ প্রতারণার শিকার হচ্ছে তা তাদের খুঁজে বের করে সমাধান করতে হবে। বিদেশে যেতে ব্যর্থ হওয়া ১৯% কে শূণ্যতে নামিয়ে আনতে হবে’। এজন্য ড. তাসনীম আন্তঃমন্ত্রনালয় সযোগিতা বাড়ানো এবং দালালদের আইনের আওতায় নিয়ে আসার কথা বলেন। তিনি আরও জানান, প্রবাস ফেরত বাংলাদেশিদের সংখ্যাও এখন অনেক বড়। বিদেশ থেকে ফেরার পর তাদের পুনর্বাসনের জন্য ব্যাংক ঋণসহ অন্যান্য সফযোগিতা দেয়ার আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাবেদ আহমেদ বলেন, ‘অভিবাসন প্রক্রিয়ার উন্নয়ন করা প্রয়োজন। এজন্য এধরণের গবেষণার তথ্য কাজে লাগবে’। বিপুল পরিমাণ অভিবাসন প্রত্যাশীদের পরিকল্পনা করে কাজে না লাগালে তারা বোঝা হয়ে যাবে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। একই মন্ত্রণালয়ের ডেপুটি চিফ কে এম আলী রেজা বলেন, ‘যারা স্টুডেন্ট বা টুরিস্ট ভিসায় গিয়ে থেকে যাওয়ায় অবৈধ হয়ে পড়েন তারা কোন সহযোগিতা পাবেন না, এটা আমাদের আইনে নেই।’। তিনি আরও বলেন, ‘এধরণের প্রতারণা রাতারাতি কমানো যাবে না। রিক্রুটমেন্ট প্রক্রিয়াকে ঢেলে সাজাতে হবে। দালাল, এজেন্সিগুলোকে জবাবদিহিতার আওতায় আনতে হবে’।
অভিবাসন প্রত্যাশীদের মধ্যে মাত্র ৩% শুরু থেকে বৈধ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদেশ যাওয়ার প্রক্রিয়া শুরু করে বলে গবেষণা প্রতিবেদনটিতে উঠে এসেছে। টাঙ্গাইলের দালাল সানোয়ার হোসেন জানান জেলা শহরগুলোতে এজেন্সিগুলোর সাব-এজেন্সি না থাকায় অনেক দালাল প্রতারণার আশ্রয় নেয়ার সুযোগ পায়। তিনি এজেন্সিগুলোকে নিজেদের বৈধ এজেন্টের মাধ্যমে বিদেশগামী লোক সংগ্রহের আবেদন জানান। এ ব্যাপারে কথা বলতে গিয়ে বায়রা’র প্রেসিডেন্ট বেনজীর আহমেদ বলেন, ‘এজেন্সির মালিকেরা সাব এজেন্ট দিতে ভয় পায়। কারণ এদের প্রতারণার দায় নিজেদের কাঁধে তারা নিতে চায় না। আবার প্রতারিতরাও আইনের আশ্রয় নিতে চায় না। ফলে প্রতারকদের বিচারের আওতায় আনাও কঠিন হয়ে যায়’। তিনি অভিবাসন প্রত্যাশীদের সরাসরি মন্ত্রণালয়ের সাথে যোগাযোগের পরামর্শ দেন।
এছাড়াও সেমিনারে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ইউনিভার্সিটি অফ লিবারের আর্টসের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ জালাল উদ্দিন শিকদার এবং মানবাধিকার কর্মী নূর খান।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates