দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সিটিসেলের সিইও মেহবুব চৌধুরীকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। শনিবার দুপুরে শ্রীলঙ্কা থেকে ফেরার পর তাকে গ্রেফতার করার পর তাকে দুদক কর্মকর্তাদের হাতে হস্তান্তর করা হয়।
শাহজালাল বিমানবন্দরের ওসি (ইমিগ্রেশন) সাইদুর রহমান জানান, ব্যাংক থেকে ঋণ নিয়ে ৩৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সিটিসেলের চেয়ারম্যান এম মোরশেদ খান, সিইও মেহবুব চৌধুরীসহ ১৬ জনের বিরুদ্ধে দুদক পক্ষ থেকে মামলা করার পরই এ সংক্রান্ত একটি নোটিশ ইমিগ্রেশন পুলিশের কাছে আসে।
পরে ওই নোটিশের ভিত্তিতে অনুসন্ধান করে জানা যায়, মেহবুব চৌধুরী শ্রীলংকা থেকে দেশে ফিরছেন। পরে এই তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করে দুদকের হাতে হস্তান্তর করা হয়।
এর আগে, সিটিসেলের নামে এ বি ব্যাংক থেকে অনিয়মের মাধ্যমে ৩৫০ কোটি টাকা ঋণ নিয়ে তা আত্মসাতের অভিযোগ বুধবারই একটি মামলা করে দুদক। ওই মামলায় মেহবুব চৌধুরী ছাড়াও সিটিসেলের অন্যতম মালিক সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খানের পাশাপাশি এ বি ব্যাংকের কয়েকজন কর্মকর্তাকে আসামি করা হয়।
মামলায় অভিযোগ করা হয়, সিটিসেলের নামে আটটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে অনিয়মের মাধ্যমে ৩৪৮ কোটি ৫০ লাখ টাকা ঋণ নিয়ে আত্মসাত করেছেন আসামিরা। ২০১১ সালের ২১ মার্চ থেকে ২০১৫ সালের ৭ অক্টোবর পর্যন্ত সময়ে এ অর্থ আত্মসাত করা হয়। মোরশেদ খানের স্ত্রী নাসরিন খান ছাড়াও সিটিসেলের ভাইস চেয়ারম্যান আসগর চৌধুরী, প্রধান নির্বাহী কর্মকর্তা মেহবুব চৌধুরী, এবি ব্যাংকের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক (সাবেক উপ ব্যবস্থাপনা পরিচালক) মসিউর রহমান চৌধুরী ও ব্যাংকটির সাবেক দুই ব্যবস্থাপনা পরিচালক কাইজার আহমেদ চৌধুরী ও এম ফজলুর রহমানকেও মামলায় আসামী করা হয়েছে।
দুদকের উপ-পরিচালক শেখ আবদুস ছালাম বাদী হয়ে মামলাটি করেন বলে জানান সংস্থার উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য।
তিনি বলেন, মোরশেদ খান ও তার স্ত্রী ছাড়াও পিবিটিএলের কর্মকর্তা ও ব্যাংকগুলোর সংশ্লিষ্টদের এ মামলায় আসামি করা হয়েছে
No comments:
Post a Comment