মুসলিমপ্রধান ছয় দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞা আংশিক কার্যকর করার পক্ষে মত দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। এবার এসব দেশ থেকে যুক্তরাষ্ট্রের ভিসা প্রাপ্তির ক্ষেত্রে কঠোর শর্তাবলী আরোপ করেছে হোয়াইট হাউজ। ভিসা পেতে হলে আবেদনকারীকে অবশ্যই মার্কিন মুলুকে বসবাসকারী কোনো ব্যক্তির নিকটাত্মীয় হতে হবে কিংবা তার সঙ্গে ব্যবসায়ীক সম্পর্ক থাকতে হবে।
স্থানীয় সময় বুধবার (২৮ জুন) হোয়াইট হাউজের বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের ভিসা পেতে হলে আবেদনকারীর মা-বাবা, স্বামী-স্ত্রী, সন্তান, ছেলের স্ত্রী কিংবা মেয়ের জামাই এবং ভাই-বোনকে মার্কিন মুলুকে বসবাস করতে হবে। বৃহস্পতিবার (২৯ জুন) মধ্যরাত থেকে এ শর্তাবলী কার্যকর হবে।
তবে যাদের নানা-নানি, দাদা-দাদি, খালা-খালু, মামা-মামি, চাচা-চাচি, ফুপু-ফুপা, ভাগনে-ভাগনি এবং নাতি-নাতনি যুক্তরাষ্ট্রে বাস করছেন তারা এ সুযোগ পাবেন না। তবে গ্রিনকার্ডধারীরা যেকোন বিধি-নিষেধের আওতার বাইরে থাকবেন।
ক্ষমতা নিয়েই প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাহী আদেশে ইরান, সোমালিয়া, সিরিয়া, ইয়েমেন, লিবিয়া ও সুদানের নাগরিকদের যুক্তরাষ্ট্রে ভ্রমণের ওপর ৯০ দিনের নিষেধাজ্ঞা জারি করেন। এই আদেশের পর থেকেই এ দেশগুলোর ভিসা পাওয়া লোকজনও যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারছিলেন না। অনেকে বিমানবন্দরে গিয়ে আটক হন।
বিক্ষোভের মুখে ট্রাম্পের এ আদেশ আটকে দেন ফেডারেল আদালত। পরে সুপ্রিম কোর্টে আপিল করা হলে বিদ্যমান নিষেধাজ্ঞা আংশিক কার্যকরের রায় আসে। তবে আগামী অক্টোবরে চূড়ান্ত রায় ঘোষণার কথা রয়েছে। এর মধ্যে হোয়াইট হাউজের পক্ষ থেকে ভিসা প্রাপ্তির ক্ষেত্রে নতুন শর্ত আরোপের ঘোষণা দেয়া হল।
সূত্র: বিবিসি ও এনডিটিভি
No comments:
Post a Comment