থাইল্যান্ড এশিয়ার অন্যতম একটি আকর্ষণীয় ভ্রমণ ও অবকাশ যাপন উপযোগী একটি দেশ। এই দেশের সংস্কৃতি যেন মানুষকে আমন্ত্রণ জানায় তাদের ভিন্ন রীতিনীতি এবং জীবন-যাপন পদ্ধতির সাথে মিশে যেতে। বাংলাদেশ থেকেও অনেক মানুষ ভ্রমণে যান থাইল্যান্ডে।
তবে সাম্প্রতিক সময়ে থাইল্যান্ডে ভ্রমণ খরচ বাড়তে পারে বলে জানা গেছে। গত কয়েক বছরে থাই স্বাস্থ্য মন্ত্রণালয় দেখেছে যে বিদেশীদের স্বাস্থ্য সেবা দিতে গিয়ে বছরে ১০০ মিলিয়ন বেশি ডলার খরচ হয়েছে যেটা এসেছে মূলত থাই নাগরিকদের পকেট থেকে। এই তথ্যের উপর ভিত্তি করে তারা সিদ্ধান্ত নিয়েছে যে এর পরে টুরিস্টদের ভিসা পেতে হলে অবশ্যই কোন না কোন ট্রাভেল / মেডিকেল / হেলথ ইনস্যুরেন্স করাতে হবে।
ভবিষ্যতে থাইল্যান্ডে ভিসা পেতে গেলে দরকার হবে ট্রাভেল বা মেডিকেল ইনস্যুরেন্স। ছবি: সংগৃহীত।
মেডিকেল / হেলথ ইনস্যুরেন্স করানো থাকলে ভ্রমণ চলাকালীন সময়ে তাদের যে কোন রোগ বালাই বা দুর্ঘটনার খরচের দায় দায়িত্ব নেবে ইনস্যুরেন্স কোম্পানি। আর ট্রাভেল ইনস্যুরেন্স থাকলে ভ্রমণজনিত যে কোন ক্ষয়ক্ষতির সমাধান দিয়ে থাকে ট্রাভেল ইনস্যুরেন্স কোম্পানি। লাগেজ হারিয়ে ফেলা, কোন কারণে ট্যুর বাতিল হয়ে গেলে বুকিং মানি ফেরত, বিভিন্ন ধরনের দুর্ঘটনায় ক্ষয়ক্ষতির জন্য কমপেনসেশন ইত্যাদি পাওয়া সম্ভব ট্রাভেল ইনস্যুরেন্স থাকলে।
ভ্রমণে ট্রাভেল ইনস্যুরেন্স হতে পারে নিরাপত্তা ও নিশ্চয়তার আশ্বাস। ছবি: সংগৃহীত।
আগে এটা বাধ্যতামূলক ছিল না, তবে খুব দ্রুতই কোন না কোন ইনস্যুরেন্স না থাকলে ভিসা পাওয়া যাবে না, এরকম নিয়ম করা হবে বলে জানা গেছে।
এক সপ্তাহের জন্য বেসিক হেলথ বা ট্রাভেল ইনস্যুরেন্স করাতে খরচ হতে পারে ৩০ থেকে ২০০ ডলার পর্যন্ত। এটা কত হবে তা নির্ভর করবে মূলত কি কি সুবিধা নিচ্ছেন তার উপরে। যদি নিয়ম রক্ষার জন্য নিতে চান, তাহলে অবস্থা বুঝে একজন পূর্ণবয়স্ক মানুষের জন্য ৩০ থেকে ৫০ ডলারই যথেষ্ট হওয়া উচিত।
তাই আগামীতে থাইল্যান্ড যাবার পরিকল্পনা করলে অবশ্যই খোজ করবেন যে ভিসার সাথে ইনস্যুরেন্স এর বিষয়টি কোন অগ্রগতি হয়েছে কি না এবং হলে ঠিক কত খরচ করতে হবে আপনাকে।
কতখানি বাড়তি খরচ করতে হবে আপনাকে সেটা আগে থেকে ধারনা থাকলে আপনার সুবিধা হবে, নয়ত হুট করে বাড়তি খরচ চলে আসলে সেটা আপনার ভ্রমণ পরিকল্পনায় ভীষণ বাধা তৈরি করতে পারে।
No comments:
Post a Comment