Social Icons

Monday, July 3, 2017

দাবির জবাব দিতে কুয়েতে কাতারের পররাষ্ট্রমন্ত্রী

সৌদি আরব ও ৩ রাষ্ট্রের ১৩ দফা দাবির জবাব দিতে কুয়েতে গেছেন কাতারের পররাষ্ট্র মন্ত্রী আব্দুলরহমান আল থানি। রবিবার ১৩ দফা দাবির শেষ দিন পার হওয়ার পরে সময়সীমা আরো ৪৮ ঘণ্টা বাড়ানো হয়।
 
আল থানি কুয়েতের আমির শেখ সাবাহ আল আহমাদ আল সাবাহর কাছে দাবির জবাবে কাতারের আমিরের হাতে লেখা চিঠি পৌছে দেবেন। কাতারের সঙ্গে এই সংকটে মধ্যস্থতা করছে কুয়েত। বুধবার সৌদি আরব, মিশর, বাহরাইন ও আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের বৈঠককে সামনে রেখে জবাব প্রদান করবে কাতার। এই চারটি দেশ গত জুন মাসের ৫ তারিখ জঙ্গিবাদ সমর্থনের অভিযোগে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে এবং জল, স্থল ও আকাশপথে অবরোধ আরোপ করে। কাতার এই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে।
 
অবরোধ আরোপের ২ সপ্তাহ পরে কাতারকে ১০দিনের সময়সীমা দেয় ১৩ দফা দাবি মেনে নেয়ার। দাবির মধ্যে রয়েছে আল জাজিরা বন্ধ করতে হবে, তুরস্কে একটি সামরিক ঘাটি বন্ধ করতে হবে এবং ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে। রবিবার সময় শেষ হলে  ওই ৪ দেশ থেকে বলা হয় ৪৮ ঘণ্টার সময় বৃদ্ধি করা হয়েছে। রবিবার এই ৪ দেশ জানায় পরিস্থিতি মূল্যায়ন করতে পরবর্তী পদক্ষেপের বিষয়ে বুধবার কায়রোতে পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের বৈঠক করা হবে।
 
উল্লেখ্য, এর আগেই কাতারের পররাষ্ট্র মন্ত্রী আল থানি বলেছেন ১৩ দফা দাবি মেনে নেয়া হবে না। এই দাবি নামা মেনে নেয়ার মতো না। তিনি দাবি মেনে নেয়ার পরিবর্তে উপসাগরীয় সংকট দূর করতে শনিবার সংলাপের প্রস্তাব করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতার, সৌদি আরব ও আরব আমিরাত নেতৃত্বের সঙ্গে পৃথকভাবে ফোনে কথা বলেন। আল জাজিরা।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates