চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার টেলিফোনে কথা বলেছেন। এ সময় তাদের মধ্যে দ্বিপক্ষীয় ইস্যু ছাড়াও আসন্ন জি২০ শীর্ষ সম্মেলন ও কোরীয় উপদ্বীপ নিয়ে আলোচনা হয়েছে।
ফ্লোরিডার মার-এ-লাগোয় যুক্তরাষ্ট্র ও চীনের রাষ্ট্র প্রধানের মধ্যে বৈঠকের পর থেকে দেশ দুটির দ্বিপক্ষীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে শি মন্তব্য করেন। তিনি বলেন, তবে কয়েকটি ঘটনা চীন-মার্কিন সম্পর্কের ক্ষতিও করেছে। তাই চীনের পক্ষ থেকে ইতোমধ্যেই ইস্যুগুলোতে তাদের অবস্থান যুক্তরাষ্ট্রকে জানিয়ে দেয়া হয়েছে।
চীনা প্রেসিডেন্ট আরো বলেন, এক-চীন নীতির প্রতি যুক্তরাষ্ট্র অনুগত থাকবে বলে ট্রাম্পের স্বীকৃতি তার দেশের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও দু’নেতার মধ্যে কোরীয় উপদ্বীপে শান্তি ও স্থিতিশীলতা নিয়েও আলোচনা হয়। সিনহুয়া।
No comments:
Post a Comment