মিয়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গা মুসলামনদের ওপর নির্যাতনকে বাংলাদেশের ওপর বার্মার ‘ইনডাইরেক্ট অ্যাটাক’বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুর মুহিত।
তিনি বলেন, ‘ইট ইজ অ্যান অ্যাটাক অন বাংলাদেশ। এটা বার্মার ইনডাইরেক্ট অ্যাটাক অন বাংলাদেশ এবং এটাকে প্রতিহত করতে হবে। সে লক্ষ্যেই সরকার কাজ করছে। মিয়ানমার সরকারের এ আচরণের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া যায়, তা পুরো বিশ্বকেই বিষয়টি নিয়ে চিন্তা-ভাবনা করতে হবে।’
সোমবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের গভর্নিং বডির সভাশেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেছেন।
অর্থমন্ত্রী বলেন রোহিঙ্গাদের নিয়ে যে নীতিমালা আছে সরকার সে অনুযায়ী কাজ করছে। তাদের আশ্রয়ও দিচ্ছি এবং তাদের জন্য মিয়ানমারে একটা জোন করারও দাবি করছি।
রোহিঙ্গা ইস্যুতে দেশে অন্যতম রাজনৈতিক দল বিএনপির অবস্থানের ব্যাপারে মুহিত বলেন, অন্য একটি দল (বিএনপি) কিছু করতে চায়, করুক। একটা পার্টি হিসেবে তাদের নিজেদের বিষয়। বিষয়টি সরকার যেভাবে মোকাবিলা করার সেভাবেই করবে।
এ সময় জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ কে আব্দুল মোমেন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
No comments:
Post a Comment