তানজানিয়াতে সমকামিতাকে অপরাধ হিসেবে ধরা হয়। তানজানিয়ার আধা স্বায়ত্তশাসিত দ্বীপপুঞ্জ জানজিবার থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। একটি হোটেলে যখন তারা এইচআইভি ভাইরাস সম্পর্কে শিক্ষামূলক কার্যক্রমে প্রশিক্ষণ গ্রহণ করছিলেন তখন সেখান থেকে ১২ জন নারী এবং ৮ জন পুরুষকে তুলে নিয়ে যায় পুলিশ। এ বছরের শুরুতে দেশটির কর্তৃপক্ষ অনেক ব্যক্তিগত হেলথ ক্লিনিক বন্ধ করে দেন। তাদের দাবি ছিল এসব স্থানে সমকামিতাকে উৎসাহিত করা হয়।
দেশটির আঞ্চলিক পুলিশ কমান্ডার হাসান আলি নাসরি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন ‘পুলিশ তাদেরকে অভিযুক্ত করেছে। আমরা এখন তাদের জিজ্ঞাসাবাদে ব্যস্ত আছি। পুলিশ এই ধরণে চর্চাকে দেখে চোখ বন্ধ করে রাখতে পারে না’।
তানজানিয়াতে সমকামিতাকে কতটা কঠোরভাবে প্রতিরোধ করা হয় সেটার ধারণা পাওয়া যায় দেশটির একজন উপ-মন্ত্রী বক্তব্যের মাধ্যমেই। সংবাদ এজেন্সি এএফপি জানায়, শুক্রবার দেশটির উপ স্বাস্থ্যমন্ত্রী হামিসি কিংওয়ানগালা সংসদে প্রতিজ্ঞা করে বলেছেন ‘যারা সমকামিতাকে সমর্থন করে তাদের বিরুদ্ধে আমারদের সর্বশক্তি দিয়ে লড়াই করতে হবে’।
২০১৬ সালের জুলাই মাসে দেশটির সরকার যৌন সম্পর্কে ব্যবহৃত সব পণ্য আমদানি নিষিদ্ধ করে। সমকামী পুরুষদের জন্য তানজানিয়াতে ৩০ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছ।বিবিসি
No comments:
Post a Comment