সুস্থ হয়ে উঠছেন ঢাকাই ছবির খলঅভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। গত ১৯ সেপ্টেম্বর হার্ট অ্যাটাকে আক্রান্ত হলে ল্যাবএইড হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে। এখন সেখানেই চিকিৎসা চলছে এ অভিনেতার।
এ প্রসঙ্গে ওলিজা বলেন, ‘বাবার সুস্থতার বিষয়ে চিকিৎসকরা আশাবাদ ব্যক্ত করেছেন। তারা বলেছেন আতঙ্কিত হওয়ার কিছু নেই। তিনি সুস্থ হয়ে উঠছেন। তার অবস্থা আগের চেয়ে বেশ ভালো।’
এছাড়াও প্রয়োজনীয় চিকিৎসা শেষে শিগগিরই দেশে ফিরবেন বলেও জানিয়েছেন তিনি। পাশাপাশি দেশবাসীর কাছে বাবার জন্য দোয়াও চেয়েছেন ওলিজা। প্রসঙ্গত, ১৯ সেপ্টেম্বর বিকালে হৃদরোগে আক্রান্ত হন ডিপজল। তাকে দ্রুত রাজধানীর ল্যাবএইড হাসপাতালে নেয়া হলে ডাক্তাররা জানান তার ফুসফুসে পানি জমেছে।
এরপর তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুর নেয়া হয়। সিঙ্গাপুর ডিপজলের সঙ্গে তার স্ত্রী জবা ও মেয়ে ওলিজা মনোয়ারও রয়েছেন।
No comments:
Post a Comment