অস্ট্রিয়াতে পয়লা অক্টোবর থেকে সব রকমের পাবলিক প্লেসে মুখোমন্ডল ঢাকা ‘নেকাব’ বাতিল করার বিতর্কিত সিদ্ধান্তটি কার্যকর করা হবে।
অস্ট্রিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে এই খবর জানায়।
এই সিদ্ধান্তটি কার্যকর করা হলে দেশটির পরিবহন ক্ষেত্র থেকে শুরু করে সব ধরনের পাবলিক প্লেসে ‘নেকাব’ পরিধান নিষিদ্ধ হবে। যদি কেউ এই আইন অমান্য করে, তবে পুলিশ তাদের আটক ও ১৫০ ইউরো জরিমানা করতে পারবে।
তবে অস্ট্রিয়ান আইনজীবিদের একাংশ এই সিদ্ধান্তটিকে ‘বৈষম্য’ বলে মন্তব্য করেছে।
ইউরোপের বেশ কয়েকটি দেশে মুসলমান নারীদের ‘বোরকা’ ও ‘হিজাব’ পড়ার ওপর আংশিক ও সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা আছে।
No comments:
Post a Comment