অভিনয় জগতের সাথে আমার তেমন পরিচয় নেই। কাউকে কাউকে চিনি। নীল চোখের রোমানাকে চিনতাম। হঠাৎ দেখা। বললাম কবে আসলেন? শুনে হেসে বললেন আমিতো এখানেই থাকি। শুনে হতাশ। দেশের তারকারা কেন চলে আসবে? মডেল ও অভিনেত্রী মিলা হোসেন বললেন ২০০৩ সালে আমি এখানে আছি। এরপর টনি ডায়েস, মোনালিসা, শিরিন বকুল, রিয়া, নাফিসাসহ অনেকে এসেছেন একে একে। দীপ্ত টিভির একটি নাটকের সিরিয়ালে অভিনয় করতে ঢাকা থেকে একই ফ্লাইটে এসেছেন তারিন ও কল্যান। বিমান বন্দরে দেখা হলো। পরে এক গেট টুগেদারে তারিন কল্যাণ ছাড়াও দেখা হলো নওশীন ও হিল্লোলের সাথে। ফেরার পথে মিলাকে আমার আশঙ্কাটা বললাম। তিনি জানালেন, তারিন নওরীনের আত্মীয় স্বজন আছে এখানে। আমার পথ ধরে তারাও যদি এখানে থেকে যায় তাহলে অবাক হবার কি আছে?’
প্রচন্ড আক্ষেপের স্বরে কথাগুলো জানাচ্ছিলেন বর্তমানে আমেরিকায় ভ্রমণরত জ্যেষ্ঠ সাংবাদিক বাংলাভিশনের বার্তা প্রধান মোস্তফা ফিরোজ। তার একটাই কথা দীর্ঘদিন ‘প্রবাসী মুখ’ অনুষ্ঠানটি নিয়ে কাজ করেছি, প্রবাসীদের জন্য আমার প্রচন্ড টান। আমি চাই বৈধ প্রবাসীর সংখ্যা বাড়ুক, রেমিটেন্সের উর্ধ্বগতি হোক, দেশের অর্থনীতি শক্তিশালী হোক। কিন্তু তাই বলে দেশের তারকারা এভাবে বিদেশ পাড়ি দেবে!
পরিসংখ্যান বলছে, তারকাদের মধ্যে বিদেশে যাওয়ার ঝোঁক আছে। নারী শিল্পীদের মধ্যে এ প্রবণতা শতকরা ৯৫ ভাগেরও বেশি। তারা প্রবাসীদের বিয়ে করছেন বিদেশি নাগরিক হওয়ার আশায়। আর এক্ষেত্রে সবচেয়ে এগিয়ে আছেন মার্কিন প্রবাসীরা। নারী শিল্পীরা তাদের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি করে বিয়ে করছেন, বিদেশি নাগরিক হচ্ছেন, নাগরিক হওয়ার পর প্রয়োজনে ডিভোর্স দিতেও দ্বিধা করছেন না।
প্রবাসীদের বিয়ে করে বিদেশি নাগরিক হওয়ার তালিকায় এগিয়ে আছেন অভিনেত্রী শাবনূর, রিচি সোলায়মান, মোনালিসা, নাফিজা, রোমানা এবং ক্লোজআপ তারকা সোনিয়া। এ শিল্পীদের মধ্যে শাবনূর আর সোনিয়া ছাড়া বাকি সবাই আমেরিকার নাগরিকত্ব নিয়েছেন। শাবনূর নিয়েছেন অস্ট্রেলিয়া, আর সোনিয়া কানাডার।
তারকাদের এমন প্রবাস জীবনের কারণ বিশ্লেষণ করতে গিয়ে মোস্তফা ফিরোজ জানান, অনেকেই ভবিষ্যতের নিরাপত্তার কথা ভেবে এই পথে পা বাড়ান। দেশের অস্থিতিশীল পরিবেশ, রাজনৈতিক টানাপড়েন, ক্ষমতার উত্থান পতন তারকাদের বিদেশমুখি করছে।
উল্লেখ্য, বিদেশে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণের কথা বলে সেখানে গিয়ে পালিয়ে বিদেশীদের সাথে বিয়ের পিঁড়িতে বসেছেন অনেক বাংলাদেশি তারকা। এমনকি একাধিক বিয়ে ও ডিভোর্সেও ঘটনাও জানা যায়।
No comments:
Post a Comment