মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতন সইতে না পেরে বাংলাদেশে পালিয়ে আসা এক লাখ রোহিঙ্গার জন্য আশ্রয়কেন্দ্র নির্মাণ করে দেবে তুরস্ক।
রোহিঙ্গা সমস্যার সমাধানে তুরস্ক বাংলাদেশের পাশে থাকবে জানিয়ে আহমেদ রফিক বলেন, আমরা মিয়ানমার থেকে পালিয়ে আসা এক লাখ রোহিঙ্গা নাগরিকের জন্য আশ্রয়কেন্দ্র নির্মাণ করে দেব। এছাড়া রোহিঙ্গাদের জন্য শিগগিরই ১৩টি আইটেমের সমন্বয়ে প্রস্তুতকৃত ১০ হাজার প্যাকেট ত্রাণসামগ্রী দেয়ার কথাও জানান আহমেদ রফিক।
এ সময় তিনি জানান, তুরস্কের উপপ্রধানমন্ত্রী রিসেপ আব্বাস খুব শিগগিরই বাংলাদেশ সফর করবেন।
No comments:
Post a Comment