সতীর্থ কিলিয়ান এমবাপের মানসিক শক্তি ও গুণে মুগ্ধ নেইমার। ভবিষ্যতে ফরাসি এই ফরোয়ার্ড বর্ষসেরা পুরস্কারের লড়াইয়ে অন্যতম একজন প্রতিদ্বন্দ্বী হবেন বলে বিশ্বাস ব্রাজিলিয়ান তারকার।
অগাস্টে ২২ কোটি ২০ লাখ ইউরো রেকর্ড ট্রান্সফার ফিতে বার্সেলোনা থেকে পিএসজিতে নাম লেখান নেইমার। অনেকের মতে, লিওনেল মেসির ছায়া থেকে বের হয়ে বর্ষসেরার পুরস্কার জয়ের লক্ষ্যে কাম্প নউ ছাড়েন তিনি।
বার্সেলোনায় অনেক শিরোপা জেতা নেইমার পিএসজিতেও দারুণ শুরু করেছেন। সাত ম্যাচ খেলে করেছেন ৬ গোল; সতীর্থদেরকে দিয়ে করিয়েছেনও সমান সংখ্যক গোল।
আর লিগ ওয়ান চ্যাম্পিয়ন মোনাকো থেকে ধারে আসা এমবাপে পিএসজির হয়ে এখন পর্যন্ত করেছেন দুই গোল। তবে বুধবার চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৩-০ গোলে জেতা ম্যাচটিতে দারুণ খেলেছেন তিনি। এদিনসন কাভানির গোলে অবদান রাখার পাশাপাশি অনেক সময় প্রতিপক্ষের ডিফেন্ডারদেরও ব্যস্ত রাখেন তরুণ এই ফরোয়ার্ড।
বয়স মাত্র ১৮, এই বয়সেই এমবাপের মানসিক শক্তি ও কৌশলগত গুণ দেখে মুগ্ধ নেইমার।
"এমবাপে, আমার অনুভূতি এমন যে এরই মধ্যে তার বয়স ৩০ হয়ে গেছে। সে খুব পরিণত এবং খুবই পরিপূর্ণ।"
"সে এমন একজন খেলোয়াড় যে ডিফেন্ডারদের জন্য একটা যন্ত্রণা হয়ে দাঁড়াবে। সে ব্যালন ডি'অরের দৌড়ে থাকবে।"
No comments:
Post a Comment